মেয়ের বয়সী ছেলেরাও শ্রীলেখাকে বিয়ের প্রস্তাব পাঠাচ্ছে

0
376

বিনোদন ডেস্ক

সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন স্ট্যাটাস ও ছবি পোস্ট করে আলোচনায় থাকা অভিনেত্রী শ্রীলেখার নিয়মিত ঘটনা। এবার তিনি জানালেন এক বিস্ময়কর তথ্য, মেয়ের বয়েসী ছেলেরা নাকি তাকে বিয়ের প্রস্তাব পাঠাচ্ছে!ফেসবুক পোস্টে শ্রীলেখা লিখেন, ‘কী মুশকিল মেয়ের বয়েসী ছেলেরা মেসেঞ্জারে বিয়ের প্রস্তাব দিচ্ছে! ওরে মিডিয়াওয়ালারা আমি পাত্র খুঁজছি না। ওটা মজা করেছিলাম, কপাল আমার! ক্ষ্যামা দে আমায়’।এর আগে গত ২৩ নভেম্বর বউয়ের সাজে  তোলা একটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন টালিউডের  মিত্র।পোস্টে দেখা যায়, খোলা চুল, গলায় পান্না-হিরে দিয়ে সাজানো ভারী নেকপিস, কানে ঝোলা দুল। মুখে এক চিলতে হাসি। ছবিটির ক্যাপশনে লিখেন, ‘মেয়ে পছন্দ?’ ফেসবুকে এমন পোস্টের পরই শ্রীলেখার বিয়ের গুঞ্জন শুরু হয়। দর্শকমহলে প্রশ্ন উঠেছে আচমকা এমন পোস্ট কেন করলেন শ্রীলেখা? আবারও সাতপাকে বাঁধা পড়তে চাচ্ছেন তিনি? সত্যি কী বিয়ের জন্য পাত্র খুঁজছেন?

আতারা //এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here