মোটরসাইকেল চাপায় সাবেক ইউপি সদস্যের মৃত্যু

0
244

সৈয়দ মোকাররম হোসেন 

মাদারীপুরের নবগঠিত ডাসার উপজেলায় মোটরসাইকেল চাপায় সাবেক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭ টার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত পরিতোষ মণ্ডল (৪৫) নবগ্রাম ইউনিয়নের ৩  নং ওয়ার্ডের সাবেক মেম্বার।প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নবগ্রাম ইউনিয়নের শশিকর বাজারের মেইন সড়কে পরিতোষ মণ্ডল ইজিবাইকে ওঠার সময় পূর্ব দিক থেকে আরোহী তিনকিশোরের  ডিসকভার -১২৫ সিসির একটি মোটরসাইকেল দ্রুত বেগে এসে তাকে চাপা দেয়।মোটরসাইকেলের আঘাতে  পরিতোষ মণ্ডলের রক্তক্ষরণ শুরু হয়। পরে উদ্ধার করে কালকিনি সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ-সময়  ঘাতক মোটরসাইকেল চালক সৈকত বিশ্বাস (১৬) গুরুতর আহত হলে  তাকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।স্থানীয় জনতা মোটরসাইকেলের পিছনে বসা দুই কিশোর অনিক বিশ্বাস (১৫) ও পিযুষ বিশ্বাসকে (১৪) আটক করে । খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঘাতক মোটরসাইকেল ও দুই কিশোর আরোহীকে ডাসার থানায় নিয়ে আসে পুলিশ। এ বিষয়ে নবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান দুলাল তালুকদার বলেন,  ৩  নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য পরিতোষ মণ্ডল মোটরসাইকেল চাপায় মারা গেছেন। বিষয়টি খুবই দুঃখজনক। এবিষয়ে ডাসার থানার অফিসার ইনচার্জ মো. হাসানুজ্জামান বলেন, মোটরসাইকেল চাপায় একজন সাবেক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে ঘাতক মোটরসাইকেল ও  আরোহী ২ কিশোরকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

 

আতারা // এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here