অবশেষে সাকিব-মুস্তাফিজকে ছেড়ে দিল কলকাতা-রাজস্থান

0
359

স্পোর্টস ডেস্ক

আগ থেকেই আভাস মিলছিল। তবে গতকাল বিসিসিআইয়ের প্রকাশিত আইপিএল দলগুলোর ধরে রাখা খেলোয়াড়ের তালিকায় নিশ্চিত হয়ে গেল বিষয়টি।বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স, একই সঙ্গে মুস্তাফিজকেও ধরে রাখেনি তার দল রাজস্থান রয়্যালস।

 অবশ্য  এই ধরে না রাখাদের তালিকায় সাকিব-মুস্তাফিজ একা নন; আছে লোকেশ রাহুল, রশিদ খান, হার্দিক পান্ডিয়াদের মতো নামও। এই ছেড়ে দেওয়াদের তালিকা থেকে নিলামের আগে দুই নতুন আইপিএল দল আহমেদাবাদ ও লখনৌ দুই ভারতীয় ও এক বিদেশি খেলোয়াড় দলে টানতে পারবে। সেখানেও দল না পেলে খেলোয়াড়দের গন্তব্য হবে আইপিএল নিলাম।বিরাট কোহলি, রোহিত শর্মা, যশপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজা, ঋষভ পান্তদেরকে তাদের নিজ নিজ দল ধরে রেখেছে। চেন্নাই সুপার কিংস ১৬ কোটি রুপিতে ধরে রেখেছে জাদেজাকে, মহেন্দ্র সিং ধোনিকে তার চেয়ে চার কোটি রুপি কম দিয়ে ধরে রেখেছে দলটি।

বিদেশি খেলোয়াড়দের মুম্বাই ইন্ডিয়ান্স  কাইরন পোলার্ডকে ধরে রেখেছে, অন্যদিকে চেন্নাই সুপার কিংস অনেকটা চমকে দিয়েই ফাফ ডু প্লেসি, ডুইন ব্রাভো, স্যাম কারানদের ছেড়ে দিয়ে দলে রেখেছে মইন আলীকে। আর গ্লেন ম্যাক্সওয়েল, জস বাটলার, সুনীল নারাইন, আন্দ্রে রাসেল, আনরিখ নরকিয়াদের ধরে রেখেছে তাদের দল।

 

আতারা // এপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here