শরীয়তপুরে সুজন-এর কমিটি গঠন

0
273

প্রতিনিধি,শরিয়তপুর

সুশাসনের জন্য নাগরিক-সুজন এর শরীয়তপুর জেলা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি নির্বাচন হয়েছেন শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. রাশিদুল হাসান, (মাছুম) সাধারণ সম্পাদক  তরুণ সাংবাদিক শাহাদাত হোসেন খান।বুধবার নবগঠিত কমিটির দপ্তর সম্পাদক মহিউদ্দিন খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপিতে জানানো হয়, বুধবার(৭ ডিসেম্বর,) বিকাল ৪ টায় শরীয়তপুর জেলা আইনজীবী সমিতিতে (৩য় তলা,০৭ নং রুম) এক সাধারণ সভার মাধ্যমে ২৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি এ্যাড. রাশিদুল হাসান (মাছুম) ও সাধারণ সম্পাদক সাংবাদিক শাহাদাত হোসেন খান নির্বাচিত।কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহসভাপতি সাইদ মাহমুদ, এ্যাড. রুবায়েত আনোয়ার মনির, মো. ইসহাক মিয়া, সহসাধারণ সম্পাদক মিজানুর রহমান, রাশেদুজ্জামান শেখ, সাংগঠনিক সম্পাদক পরবর্তীতে কো-অপ্ট করা হবে। কোষাধ্যক্ষ এম এম সাইফুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক রুহুল আমিন, দপ্তর সম্পাদক মহিউদ্দিন খান, ক্রীড়া সম্পাদক মাশহুর খান, মহিলা বিষয়ক সম্পাদক রোকসানা আহসান ইসমাইলী, কার্যকরি সদস্য আহসান উল্লাহ ইসমাইলী, এ্যাড. আজিজুর রহমান রোকন, আনিছুর রহমান, এ্যাড. মোদাচ্ছের হোসেন বাবুল, আবুল হোসেন সরদার, তৌফিকুর রহমান মাসুদ। কার্যক্রমের ভিত্তিতে সাংগঠনিক সম্পাদক ও বাকি ৭ জনকে কার্যকরি সদস্য হিসেবে পরবর্তীতে কো-অপ্ট করা হবে।কমিটি গঠন শেষে শুভেচ্ছা বক্তব্যে সভাপতি রাশিদুল হাসান মাছুম ও সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন খান সকলের সহযোগিতা নিয়ে শরীয়তপুরে সুশাসন প্রতিষ্ঠায় জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের অঙ্গীকার করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here