প্রতিনিধি,চট্টগ্রাম
সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন’র সাথে সৌজন্য সাক্ষাত ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন নগরীর ১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের নবনির্বাচিত নেতৃবৃন্দ।আজ মঙ্গলবার (৭ডিসেম্বর) এ সাক্ষাৎ করেন তারা। এসময় উপস্হিত ছিলেন- “ক” ইউনিট আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ ইয়াছিন ও সাধারণ সম্পাদক আকতার হোসেন, “খ” ইউনিটের সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক গাজী আবদুল মান্নান, “গ” ইউনিটের সভাপতি মো. হোসেন বাদশা,সাধারণ সম্পাদক মো. এনামুল হকসহ ক,খ,গ, ইউনিট আওয়ামী লীগের নবনির্বাচিত নেতৃবৃন্দ।সাক্ষাৎকালে সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন মহানগর আওয়ামী লীগের হাতকে শক্তিশালী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
আতারা // এপি