শরীয়তপুরে সাংবাদিকের উপর হামলা

0
392
জেল প্রতিনিধি
শরীয়তপুর সদর উপজেলার আংগারিয়া ইউনিয়নে জাতীয় দৈনিক আলোকিত প্রতিদিন এর জেলা প্রতিনিধির উপর হামলা হয়েছে। ২৪ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা ৭: ৩০ মিনিটের সময় আংগারিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। হামলার শিকার সাইফুল ইসলাম (২৬) দৈনিক আলোকিত প্রতিদিন এর শরীয়তপুর জেলা প্রতিনিধি ও ক্রাইম রিপোর্টার হিসেবে কর্মরত আছেন। অভিযোগ সূত্রে জানা যায়, সাংবাদিক সাইফুল ইসলাম ও তার ফুফাতো ভাই কবির হোসেন (৪০)  মোটরবাইক যোগে  বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে হামেদ সরদারের বাড়ির সামনে পাকারাস্তার উপর আসলে শাহাজল মোল্লার (৪১) হুকুমে ১০ থেকে ১৫ জন তাদের পথ অবরোধ করে অতর্কিত হামলা করলে কবির হোসেন মারপিটের আঘাতে মোটর বাইক থেকে এক পর্যায়ে মাটিতে পড়ে যায় এবং আরিফ মোল্লা (২৮)তার হাতে থাকা রাম দা দিয়ে সাইফুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে কোপ মারলে উক্ত কোপ তার কপালের ডান পার্শ্বে লেগে রক্তাক্ত ও গুরুত্বর জখম হয়। ইউনুছ মোল্লা (৩০) তার হাতে থাকা হকিষ্ট্রীক দিয়ে সাইফুল ইসলামের শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে  জখম করে। এছাড়াও হামলাকারীরা দুজনের কাছ থেকে নগদ অর্থ ও মোবাইল ছিনিয়ে নিয়ে যায়।হামলার বিষয়ে সাইফুল ইসলাম বলেন, আমি ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময় হামলাকারীদের অপরাধ কার্যকলাপ নিউজে তুলে ধরায় তারা আমার উপর এ অমানুষিক হামলা চালালো। আমি এর সুষ্ঠ বিচার চাই।এ হামলার বিষয়ে জানতে অভিযুক্ত শাহাজল মোল্লার সাথে এখনো যোগাযোগ করা সম্ভব হয়নি।এ বিষয়ে পালং থানার ওসি আক্তার হোসেন বলেন, আমি এ অভিযোগের কথা শুনেছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
আলোকিত প্রতিদিন/২৫ ডিসেম্বর ২০২১/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here