আজ শনিবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৩ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

আটপাড়ায় ইজিবাইক চুরি করতে গিয়ে যুবক আটক 

আরো খবর

 প্রতিনিধি ,নেত্রকোণাঃ
নেত্রকোণার  আটপাড়া উপজেলায়  ইজিবাইক  চুরি করতে গিয়ে এক যুবককে হাতে নাতে আটক করে, থানায় সোপর্দ করেছে গাড়ীর মালিকসহ এলাকাবাসী।  ০৭ জানুয়ারি শুক্রবার  রাত ৩টার সময় উপজেলার সুখারী ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। এ ঘটনায় সোহাগ (২৫) নামের এক যুবককে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী৷ আটককৃত সোহাগের বাড়ি  কেন্দুয়া উপজেলার টেংগুরী গ্রামে৷  ইজিবাইকের চালক তোফাজ্জলের মা বলেন, রাত আড়াইটার দিকে গাড়ি চার্জ দেওয়ার জায়গায় শব্দ শুনতে পাই । সন্দেহজনক ভেবে ঘুম থেকে উঠে দেখি আমার ছেলের গাড়িটি চুরি করে নিয়ে যাচ্ছে। আমি কোন কিছু না ভেবে পাশের বাড়ির শাহিনুরকে এবং এলাকার লোকজনদেরকে ডাকি।এলাকাবাসী সূত্রে জানা যায়, গাড়ির মালিক তোফাজ্জল হোসেন আগের দিন শ্বশুর বাড়িতে বেড়াতে যায়। রাত আড়াইটার দিকে তোফাজ্জলের মার চিৎকার শুনে প্রতিবেশীরা সবাই ছুটে আসেন। পরে সবাই বিভিন্ন জায়গায় ফোনে যোগাযোগ করে উপজেলার কুলশ্রী গ্রামে গিয়ে চোরকে ধরে আটক করে রাখেন। পরদিন পুলিশে খবর দেন। পুলিশ এসে গাড়িসহ চোর কে  আটক করে থানায় নিয়ে যায়। আটপাড়া থানা অফিসার ইনচার্জ জাফর ইকবাল জানান, এ ঘটনায় গাড়ির মালিক বাদী হয়ে থানায় মামলা করেছেন। আটককৃত যুবককে কোর্টে চালান করা হয়েছে। গাড়িটি বর্তমানে থানায় আছে, কোর্টের  শেষ সিদ্ধান্ত না আসা পর্যন্ত গাড়িটি থানায় সুরক্ষিত থাকবে।
আলোকিত প্রতিদিন/৯জানুয়ারি২০২২/মওম
- Advertisement -
- Advertisement -