বিশেষ প্রতিনিধি
সব ধরনের ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে মাঠ পর্যায়ে প্রশাসনের কার্যক্রম পরিচালনার জন্য জেলা প্রশাসকদের (ডিসি) আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ১৮ জানুয়ারি মঙ্গলবার বেলা ১১টার পর গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিন দিনের ডিসি সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী ডিসিদের বলেন, সেবা নিতে এসে কোনো মানুষ যেন হয়রানির শিকার না হন। সততা বাস্তবায়নের পাশাপাশি দুর্নীতি প্রতিরোধে সোচ্চার হতে হবে।দেশে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রণ সংক্রমিত হচ্ছে উল্লেখ করে এ বিষয়ে আগের মতো সজাগ এবং সচেতন থেকে ডিসিদের কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। ডিসি সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য দেন মুক্তি যুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস এবং চট্টগ্রাম বিভাগীয় কমিশনার। পরে মাঠ পর্যায়ে প্রশাসনের কার্যক্রমের ওপর একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এরপর ভাষণ দেন প্রধানমন্ত্রী। মহামারির কারণে দুই বছর পর এই সম্মেলন হচ্ছে , রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে। সম্মেলন শেষ হবে ২০ জানুয়ারি।মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, এবার ডিসি সম্মেলন উপলক্ষে জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনারদের কাছ থেকে ২৬৩ টি প্রস্তাব পাওয়া গেছে সরকারের নীতিনির্ধারক এবং জেলা প্রশাসকদের মধ্যে সামনাসামনি মতবিনিময় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার জন্য প্রতি বছর ডিসি সম্মেলন করা হয়ে থাকে।
আলোকিত প্রতিদিন/ ১৮ জানুয়ারি২০২২/মওম