রুবেল পারভেজ
ডিমলা উপজেলা নির্বাহী অফিসার মোঃ বেলায়েত হোসেন করোনা প্রতিরোধে উপজেলা সদরের বাজার এলাকায় জনসাধারণের মাঝে মাক্স বিতরণ করেছেন। আজ উপজেলা নির্বাহী অফিসার করোনা প্রতিরোধে সাধারণ মানুষকে নিজ হাতে মাস্ক পড়িয়ে দেন। এ সময় তিনি বলেন, মাক্স পরিধান করুন, প্রয়োজন ছাড়া বাইরে আসবেন না। করোনা দিন দিন মারাত্বক আকার ধারণ করেছে, সে কারণে স্বাস্থ্যবিধি মেনে মাক্স পরিধান করে বাইরের কাজ করুন। সরকারী নির্দেশ মেনে চলুন, নিজে ও অন্যকে সুরক্ষা থাকার সাহায্য করুন। মাক্স ছাড়া বাইরে বের হলে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানাসহ আইন গত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান। মাক্স বিতরণের সময় উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে ছিলেন,ডিমলা থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম,সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মেজবাহুর রহমান,বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোঃ আশরাফ আলী, উপ সহকারী প্রকৌশলী ফেরদৌস আলম, উপজেলা ভাইস চেয়ারম্যান নীরেন্দ্রনাথ রায়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সিদ্দিকা প্রমূখ। ডিমলায় করোনা ভাইরাস প্রতিরোধে মাঠে উপজেলা প্রশাসন সরকারের নির্দেশনা বাস্তবায়নে কাজ করছে।করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহার নিশ্চিতে উপজেলা প্রশাসন নিয়মিত প্রচারা অভিযানের পাশাপাশি মাস্ক বিতরণ এবং ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
আলোকিত প্রতিদিন/এপি