দৌলতদিয়ায় ইয়াবা সহ ৩ মাদক ব্যবসায়ী আটক

0
297

 সোহেল রানা চৌধুরীঃ 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।১৯ জানুয়ারি  বুধবার  ভোরে দৌলতদিয়া পূর্বপাড়া যৌনপল্লীর প্রবেশপথে মোস্তাকের ওষুধের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদেরকে আটক করা হয়।আটক মাদক ব্যবসায়ীরা হলো, দৌলতদিয়া ইউনিয়নের হোসেন মন্ডল পাড়া গ্রামের মৃত আজীবর মোল্লার ছেলে আকাশ মোল্লা (২১) ও একই এলাকার জব্বার সরদারের ছেলে শরিফুল সরদার (২০) বেলায়েত মন্ডল এর ছেলে জুলহাস মন্ডল (২০)।গোপন সংবাদের ভিত্তিতে এএসআই মো. শফিউল আলম সঙ্গীয় অফিসার ফোর্সসহ বুধবার ভোর রাতে দৌলতদিয়া পূর্বপাড়া যৌনপল্লীর প্রবেশপথে মোস্তাকের ওষুধের দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে তাদেরকে ২৫ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করে।গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নিয়ে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ কাজ করছে। তারই ধারাবাহিকতায় মাদক ব্যবসায়ীদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে  রাজবাড়ির বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ১৯ জানুয়ারি২০২২/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here