মহিলা কাউল্সিলর এর উদ্দেগ্যে শীর্তাদের মাঝে কম্বল বিতরন

0
287
আব্দুল সাত্তারঃ
 সংরক্ষিত ৯,১০,১৩ মহিলা কাউল্সিলর তছলিমা বেগম  নুরজাহান  রুবি’র  উদ্দেগ্যে ৫০০ জন শীর্তাদের মাঝে কম্বল বিতরন করা হয়।বৃহস্পতিবার ২০ জানুয়ারী ১৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ অফিসে উক্ত  কম্বল বিতরণ কালে উপস্হিত ছিলেন খুলশী থানা আওয়ামী লীগের আহবায়ক ও সাবেক কাউন্সিলর মোহাম্মদ হোসেন হীরন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কায়সার মালিক,আইন বিষয়ক সম্পাদক এডভোকেট হুসাইন আল আশকারী,মাজহারুল ইসলাম ফরহাদ, শহিদুল ইসলাম শহীদ,আবদুল হান্নান হীরা,মোঃ আবু বক্কর সহ প্রমূহ।এসময় মহিলা কাউল্সিলর তছলিমা বেগম নুর জাহান রুবি তাঁর বক্তব্যে  বলেন দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে কোনভাবেই ব্যহত হতে দেয়া যাবে না। দেশ এখন উন্নয়নের মহাসড়ক বেয়ে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।  মিথ্যা-বানোয়াট ও কাল্পনিক তথ্য দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে স্বাধীনতা বিরোধী শক্তি। এই অপশক্তির বিরুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনকে রুখে দাঁড়াতে হবে এবং জনগণকে সঠিক তথ্য জানানো প্রত্যেক নেতা-কর্মীর ঈমানি দায়িত্ব। তিনি অসহায় শীতার্থ মানুষের পাশে দাঁড়াতে বিত্তবানদের এগিয়ে আশার আহবান জানান।
আলোকিত প্রতিদিন/ ২০ জানুয়ারি২০২২/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here