দুর্নীতির সূচকে বাংলাদেশ বিশ্বে -১৩তম

0
387

নিজেস্ব প্রতিবেদক

দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশ একধাপ এগিয়ে ১৩তম অবস্থান রয়েছে। তবে ভালোর দিক থেকে গত বছরের তুলনায় আরও এক ধাপ নিচে নেমে ১৪৭তম হয়েছে বাংলাদেশ।বার্লিনভিত্তিক ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) কর্তৃক পরিচালিত ‘দুর্নীতির ধারণা সূচক (সিপিআই) ২০২১’ এর বৈশ্বিক প্রকাশ উপলক্ষে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য প্রকাশ করেন টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।সিপিআই ২০২১ অনুযায়ী ১৮০টি দেশের মধ্যে তালিকার নিচের দিক থেকে বাংলাদেশ গত বছরের সমান ২৬ স্কোর পেয়ে ১৩তম অবস্থানে আছে। গত বছর নিম্নক্রম অনুযায়ী বাংলাদেশের অবস্থান যেখানে ছিল ১২তম।প্রতিবেদনে উল্লেখ করা হয়, দুর্নীতির পেছনে ক্ষমতার অপব্যবহার, বিচারহীনতা, মতপ্রকাশ এবং জবাবদিহিতার অভাবকে অন্যতম কারণ বলে মনে করেন তারা। এ বছরে দুর্নীতির চিত্রের কোনো পরিবর্তন হয়নি।টিআইবি’র তালিকায় শীর্ষে রয়েছেন ডেনমার্ক, সর্বনিম্ন অবস্থানে দক্ষিণ সুদান। দক্ষিণ এশিয়ায় ২৫তম হয়ে সবার ওপরে ভুটান।

আলোকিত প্রতিদিন/ ২৫ জানুয়ারি২০২২/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here