মোঃ নুরুজ্জামান সবুজ
পাবনার ভাঙ্গুড়ায় মুজিব শতবর্ষে অসহায়, দরিদ্র পরিবারের জন্য প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র উপহার দ্বিতীয় পর্যায়ের আরও দশটি ঘর পাচ্ছে ১০ টি পরিবার। এই ঘর গুলির নির্মাণ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। ভাঙ্গুড়া উপজেলার ১ নং ভাঙ্গুড়া ইউনিয়নের চঁর-ভাঙ্গুড়া এলাকায় এই ঘরগুলো সরকারি জায়গাতে নিমার্ণ করা হয়েছে।সংশ্লিষ্ট সুত্রে প্রকাশ , মুজিব শতবর্ষ উপলক্ষ্যে ভুমিহীন এবং গৃহহীন পরিবারের পুর্নবাসনের লক্ষ্যে জায়গা এবং বাড়ি নেই এমন অসহায়দের বাড়ি নির্মাণ করে দেওয়ার জন্য জননেত্রী শেখ হাসিনা উপহার গৃহহীনদের আশ্রায়ণ প্রকল্পের আওতায় ২য় পর্যায়ে ১০ টি বাড়ি নির্মাণ কাজ শেষ হয়েছে। উপজেলার প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারি প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম বলেন, সাবেক উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দ আশরাফুজ্জামান এর তত্ত্বাবধানে ঘরগুলি নির্মাণ কাজ অনেক আগেই শেষ হয়েছে।প্রতিটি ঘর নির্মাণে ব্যায় ধরা হয়েছিল ১ লাখ ৯০ হাজার টাকা।
আলোকিত প্রতিদিন/ ৪ ফেব্রুয়ারি ২০২২/মওম