প্রতিনিধি,শাজাহাপুর (বগুড়া)
বগুড়া শাজাহানপুরে উপজেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং জেলা যুবলীগ নেতা মরহুম আলহাজ্ব মুঞ্জুরুল আলম জুয়েল জায়দার এর রুহের মাগফেরাত কামনা করে শাজাহানপুর উপজেলা অডিটোরিয়ামে যুবলীগের আয়োজনে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।১৪ই ফেব্রুয়ারী বাদ যোহর শোকসভা এবং দোয়া মাহফিলে উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ভিপি এম সুলতান আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের এর সদস্য প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। উপজেলা আওয়ামীলীগ নেতা এবং চেপিনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহফুজার রহমান বাবলু, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বাদশা আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামানজ্জামান লিটন, ছাত্রলীগ সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জু, আরিফ আজাদ পলাশ, রুবেল আহম্মেদ, সাহাদৎ হোসেন, সেলিম, মনির হোসেনসহ স্থানীয় ব্যাক্তিবর্গ।
আলোকিত প্রতিদিন/ ১৪ ফেব্রুয়ারি ২০২২/মওম