অচিরেই মার্কেটে আসছে সাপ্তাহিক শিকড় পত্রিকা

0
293

মোঃহারুনুর রশিদ

চাঁদপুরের কচুয়া থেকে ‘শিকড় সংবাদ’ নামের নতুন একটি সাপ্তাহিক পত্রিকার অনুমোদন দেয়া হয়েছে। সোমবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক এবং জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ পত্রিকার সম্পাদক জিসান আহমেদ নান্নুর হাতে নতুন  এ পত্রিকার ডিক্লারেশন তুলে দেন। এসময় তিনি বলেন, সাংবাদিকরা ন্যায় ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে এবং ন্যায় নিষ্ঠা এবং বস্তু নিষ্ঠ সংবাদ তুলে ধরলে মানুষ উপকৃত হবে।সাংবাদিক তারাই হবে যারা সৎ সাহসী এবং সত্য কথা লিখবে। সংবাদকর্মীদের লিখনের মাধ্যমে চাঁদপুর তথা দেশের উন্নয়নের চিত্র তুলে ধরার আহ্বান জানান তিনি।চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইমতিয়াজ হোসেনের সঞ্চালনায় এসময় চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটওয়ারী, যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল আউয়াল রুবেল, চাঁদপুর জজ কোর্টের আইনজীবী অ্যাড. জসিম উদ্দিন প্রধান, দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার সম্পাদক এবং প্রকাশক বোরহান উদ্দিন ডালিম, বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক মো. ইসমাইল হোসেন মিয়াজী, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ,চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক সদস্য ডা. গুরুপদ দে জুয়েল,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক,সিনিয়র সহ-সভাপতি আতাউল করিম,সাপ্তাহিক কচুয়া বার্তার সম্পাদক এবং প্রকাশক আলমগীর তালুকদার,কচুয়া প্রেসক্লাবের সহ-সাংগঠনিক সম্পাদক মাসুদ রানাসহ বিভিন্ন প্রিন্ট এবংইলেট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।এসময় সাপ্তাহিক শিকড় সংবাদ পত্রিকার নয়া সম্পাদক  এবং প্রকাশক জিসান আহমেদ নান্নু চাঁদপুর জেলা প্রশাসকের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে সত্য ও ন্যায়ের মাধ্যমে বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশন করে কচুয়াকে আরো একধাপ এগিয়ে নিতে  সকল সাংবাদিকবৃন্দ ও কচুয়া উপজেলাবাসীর দোয়া ও সহযোগিতা চেয়েছেন।

আলোকিত প্রতিদিন/ ১৪ ফেব্রুয়ারি ২০২২/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here