আজ শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ২ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

চুরি-ডাকাতি ও মাদক ব্যবসা রোধে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করুন – ওসি মো: শাহিন

-Advertisement-

আরো খবর

- Advertisement -
- Advertisement -

ইমরান নাজির, শিবালয় (মানিকগঞ্জ):

চুরি-ডাকাতি ও মাদক ব্যবসা রোধে পুলিশকে তথ্য দিয়ে সহায়তা করতে হবে। আপনাদের দেয়া তথ্য যাচাই-বাছাই করে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

সোমবার (১৪ ফেব্রুয়ারী) দুপুরে মানিকগঞ্জের শিবালয় থানার বিট পুলিশিংয়ের আয়োজনে বিশেষ আলোচনা সভায় যমুনার দুর্গম আলোকদিয়া চরে বিভিন্ন অপরাধ দমনে ওসি মোঃ শাহিন চরবাসীদের উদ্দেশ্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, যুব সমাজকে রক্ষা ও আলোকদিয়া চরে আলো ছড়াতে প্রথমেই সকলের মাদককে না বলতে হবে। যারা মাদকের সাথে জড়িত তাদের এলাকায় আর ঠাঁই হবে না। মাদক ও চুরি রোধে জিরোটলারেন্স নীতিতে কাজ করা হবে।
আলোচনা সভায় স্থানীয় তেওতা ইউপি’র ৯ নং ওয়ার্ড সদস্য মিঞ্জু রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিবালয় থানায় সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিন। সভায় অন্যান্যের মধ্যে শিবালয় উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, আ’লীগ নেতা আবুল বাশার সুমন, ওসিউর রহমান সিকো, তেওতা ইউপি ৭নং ওয়ার্ড সদস্য মোতালেব হোসেন, সাবেক সদস্য মতিউর রহমান, রশিদ মাদবর, আব্দুর রাজ্জাক, নুরুজ্জামান, শাহাদৎ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
চরাঞ্চলে মাদকের বিস্তার লাভ করায় যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। মাদকের অর্থ যোগাতে গিয়ে অনেকেই ছিনতাই, চুরি-ডাকাতির সাথে জড়িয়ে পড়ছে। চরাঞ্চল থেকে বিশেষ করে মাদক রোধ করা সম্ভব হলে ‘আলোকদিয়া’ নামের ঐতিহ্যবাহী এ চর আলোকিত হবে বলে বক্তারা বলেন।
আলোকিত প্রতিদিন/১৪ ফেব্রুয়ারী-২২/এসএএইচ

- Advertisement -
- Advertisement -