অবৈধভাবে পাচারকালে ৩ লক্ষ টাকার সেগুন কাঠ উদ্ধার 

0
285
 আবু সায়েম
কক্সবাজার উত্তর বনবিভাগের স্পেশাল টিমের অভিযানে অবৈধভাবে পাচারকালে প্রায়  ১৩০ ঘনফুট সেগুন কাঠ বোঝাই ডাম্পার জব্দ  করা হয়েছে। যার বাজারমূল্য ৩ লক্ষ টাকা। বনবিভাগ সূত্রে জানা যায়, ১৭ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাত ২ টার দিকে অবৈধভাবে পাচারকালে  রামু উখিয়ারঘোনা থেকে সেগুন কাঠ বোঝাই ডাম্পার আটক করা হয়। স্পেশাল টিমের ওসি   শহর রেঞ্জ কর্মকর্তা একেএম  আতা এলাহী বলেন,গোপন সংবাদের ভিত্তিতে রামুর উখিয়ারঘোনায় অবৈধভাবে পাচারকালে সেগুন কাঠ এবং পরিবহনে নিয়োজিত ডাম্পার জব্দ করে রেঞ্জ হেফাজতে নিয়ে আসা হয়েছে।  কাঠ পাচার রোধে প্রাত্যহিক অভিযান অব্যাহত থাকবে।  কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সরকার  বলেন,  বনবিভাগ বনভূমি জবরদখল, অবৈধ কাঠ পাচার এবং পাহাড় কাটার বিরুদ্ধে সজাগ ও সতর্ক রয়েছেন। নিয়মিত অভিযানের অংশ হিসেবে স্পেশাল টিম বিশেষ  অভিযান পরিচালনা করে প্রায়  ১৩০ ঘনফুট সেগুন    কাঠ জব্দ করে। সংশ্লিষ্ট আসামী এবং জড়িতদের বিরুদ্ধে বন আইনে   মামলা দায়ের করা হবে।সরকারি সম্পদ রক্ষার্থে  বন অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
আলোকিত প্রতিদিন/ ১৭ ফেব্রুয়ারি ২০২২/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here