শাজাহানপুরে খরনা ইউনিয়ন বিএনপির সম্মেলনে পাল্টাপাল্টি সংঘর্ষ

0
277

প্রতিনিধি ,শাজাহানপুর(বগুড়া)

বগুড়ার শাজাহানপুরে খরনা ইউনিয়ন বিএনপির সম্মেলনে দফায় দফায় পাল্টাপাল্টি সংঘর্ষ। গতকাল ১৬ফেব্রুয়ারী বুধবার বিকেল উপজেলার বীরগ্রাম এলাকায় মুরগীর খামারে আয়োজন করা হয় সম্মেলন স্থান। আস্তে আস্তে সেখানে দলীয় লোকজন জমায়েত হতে থাকে। উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য এনামুল হক শাহিন এবং সাবেক উপজেলা বিএনপির আহবায়ক আবুল বাশার তাদের মাঝে দলীয় ক্রন্দলের কারনে এ হামলায় ঘটনা ঘটছে বলে জানাযায়। দুই গ্রুপের ৩/৪জন নেতাকর্মি আহত হয় । সেখানে ফারুক নামের এক কর্মিকে বাটাম দিয়ে পিটিয়ে মাথা ফাটিয়ে দেয়। পরে পুলিশের লাঠি চার্জে পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও সংঘর্ষ পরিস্থিতি অস্বাভাবিক হলে ওসির নেতৃত্বে অভিযান টিম সেখানে পৌঁছালে সম্মেলন ভন্ডুলহয়ে যায়। উস্কানীমূলক এবং দুষ্কৃতকারী হিসেবে এনামুলসহ আরও একজনকে সম্মেলন এলাকা থেকে আটক করা হয়। জানাগেছে, খরনা ইউনিয়নের বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক উজ্জ্বল  এবং সাবেক সাধারণ সম্পাদক এনামুল হক স্বপন  এবং আবুল কাশেমের নেতৃত্বে নেতাকর্মি উপস্থিত হলে পকেট কমিটি নিয়ে দুগ্রুেেপর মাঝে উত্তেজনা সৃষ্টি হয় ও বাটাম দিয়ে ধাওয়া পাল্টা শুরু হলে উভায় পক্ষের কয়েক জন আহত হয়। সম্মেলনের পাশের্ই নির্ধারিত স্থানে আগে থেকে বাশের লাঠি কাঠের বাটাম প্যানা দিয়ে পেচিয়ে রাখে তারা।উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক একেএম সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ফজলুল বারি তালুকদার বেলাল। জেলা বিএনপির সদস্য মোর্শেদ মিল্টন, উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল হাকিম মন্ডল, সদস্য আলী হায়দার তোতা, এনামুল হক শাহিন, আবুল বাশার। পরে পুলিশের লাঠি চার্জে সম্মেলন ভেঙ্গে দেয়া হয়।খরনা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফজলুল হক উজ্জল জানান, বেশ কয়েক দিন থেকে উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল হাকিম মন্ডল ও অন্যতম সদস্য এনামুল হক শাহিন তৃণমূল নেতা কর্মিকে না জানিয়ে ৯টি ওয়ার্ডে নিজের পকেটের লোকজনকে পদ-পদবী দিয়ে হাতিয়ে নিচ্ছে অর্থ। তাই পকেট কমিটি বাতিল করে পূনরায় কমিটি করার দাবিও জানান তিনি।এবিষয়ে উপজেলা বিএনপির আহবায়ক হাকিম মন্ডল জানান, সম্মেলন শান্তিপূর্ণ ভাবেই চলছিল এখানে জেলার শীর্ষ নেতাও উপস্থিত ছিলেন। এমন সময় উজ্জল তার লোকজন নিয়ে হামলা করে কয়েক জন নেতাকর্মি আহত হয়শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ গিয়ে পরিবেশ শান্ত করেছে। সংঘর্ষে ঘটনায় ওমর ফারুক বাদি হয়ে ১২জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে আটক দুইজনকে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/ ১৭ ফেব্রুয়ারি ২০২২/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here