প্রবাসে নিভে গেল ফটিকছড়ির আরো একটি জীবনপ্রদীপ, মরদেহ আসবে আজ

0
333
 প্রতিনিধি,চট্টগ্রাম
চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন পূর্ব ভুজপুর মীরের খীল গ্রামের বাসীন্দা দুবাই প্রবাসি মোঃ এমান হোসেন মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।গত ২৩ জানুয়ারি (রবিবার) সকাল সাড়ে ১১টার দিকে আরব আমিরাতের প্রদেশ রাস-আল- খাইমাহ্ নিজ কর্মস্তল জুলানে কর্মরত অবস্থায় স্ট্রোক করে তিনি মারা যান।২৬ ফেব্রুয়ারি শনিবার দুপুর ১২.৪০ঘটিকায় শারজা এয়ারপোর্ট থেকে প্রবাসী এমান হোসেনের মরদেহ বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে।এই লাশ দেশে পাঠানোর পিছনে সর্বাত্বক প্রচেষ্টায় দুবাই প্রবাসী সাংবাদিক সমিতির সিনিয়র সহ-সভাপতি ফটিকছড়ির কৃতিসন্তান সাংবাদিক  এম,এ মূসা, মোস্তফা এবং তার মেজভাই মোঃ মান্নান, আবু তাহের সিদ্দিক,  মোঃ শহীদ, মোঃ আবদুল খালেক, মোঃ বেলাল সহ এলাকার ভাই বন্ধু এবং উনার  ভাগিনা মোঃ আতিক উল্লাহ ও মোঃ বেলাল চেষ্টা চালিয়ে গেছেন।
আলোকিত প্রতিদিন/ ২৬ ফেব্রুয়ারি ২০২২/মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here