এলাকাবাসী প্রশাসনের কাছে সুদখোর ইমান আলীর বিচার চায়

0
259
মজিবুর রহমান,নরসিংদী
নরসিংদী জেলার শিবপুর উপজেলার দক্ষিণ কারারচর এলাকার বাসিন্দা সুদখোর ইমান আলী সে অতীতে রিকশা চালাত। রাষ্ট্রীয় ভাবে যদিও সুদের ব‍্যবসা নিষিদ্ধ।এই নিষিদ্ধ  ব‍্যবসা করে সে দক্ষিণ কারার চরে বিশাল অট্টালিকা নির্মাণ করেছেন ।  নাম প্রকাশ না করার শর্তে এক লোক বলেন ইমান আলী প্রতি বৃহস্পতিবার ফেনসিডিল খাওয়ার আসর বসায় । ফেনসিডিল খাওয়ার কারণে দুই তিনবার জেলও খেটেছেন।এলাকাবাসীর কাছ থেকে জানা যায়। ইমান আলীর বউ নাকি এক রিকশাওয়ালার বউ ছিল। সুদের টাকা পরিশোধ করতে না পারায় ইমান আলী রিকশাওয়ালার বউ ধরে নিয়ে আসে। ইমান আলীর সুদের হিসাব রাখার জন‍্য একজন ক‍্যাশিয়ার রয়েছে নরেন্দ্র শীল। নরেন্দ্র শীল সবসময় ইমান আলীর সুদের টাকার হিসাব রাখে এবং মানুষের কাছ থেকে সুদের টাকা উঠায় । এই ইমান আলী বহু লোককে মিথ‍্যা মামলা দিয়া দিনের পর দিন হয়রানি  করে পথে বসিয়েছে । কাউকে আবার মিথ‍্যা মামলা দিয়া জেলে খাটিয়েছে । এলাকাবাসী আরও বলেন কিছুদিন পূর্বে মিথ‍্যা অভিযোগ দিয়া ইমান আলী গংরা সাংবাদিক মাহাবুব এর বাড়ীতে হামলা করে। সাংবাদিক মাহাবুব ও তার ভাতিজাদেরকে মারপিট করে এবং লুটপাট করে ২১ লক্ষ ২০ বিশ হাজার টাকার  স্বর্ণ অলংকার নিয়ে যায় । এই ব‍্যাপারে  সাংবাদিক  মাহাবুবের ভাতিজা মনিরুজামান বাদী হয়ে নরসিংদী বিজ্ঞ আদালতে মামলা দায়ের করে। মামলা নং ৪৯২/২১,এলাকাবাসী আরও বলেন মিথ‍্যা মামলা দিয়া ভেলানগরের  মজিবুর রহমানকে ভীষণভাবে হয়রানি  করিতেছে । মজিবুর রহমান বলেন ইমান আলীর বেঈমানীর কারণে শুধু আমি না বহুত মানুষকে সে পথে বসাইয়াছে । আমার চেকের পাতা চুরি করে আমার সাক্ষর জাল করে আমার বিরুদ্ধে মিথ্য মামলাদিয়ে হয়রানি করিতেছে। মিথ‍্যা মামলা নং ৭৮৪/২০১৬।  এলাকাবাসী প্রশাসনের কাছে সুদখোর ইমান আলীর বিচার চায় । জানিনা দুনিয়ার  আদালতে এর সুষ্ঠ বিচার পাব কিনা। দুনিয়াতে সঠিক বিচার না পেলেও আখেরাতে অবশ‍্যই এর বিচার পাব।
আলোকিত প্রতিদিন/ ০২ মার্চ, ২০২২/ মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here