চট্টগ্রাম নগরীর কোতয়ালী থানা এলাকা থেকে নকল ওষুধসহ আটক ২

0
279
আব্দুল সাত্তার
চট্টগ্রাম মহানগরীর কোতয়ালী থানা এলাকা হতে নকল ঔষধসহ র‌্যাবের হাতে ০২ জন গ্রেফতার। র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছে। র‌্যাব-৭, চট্টগ্রাম অস্ত্রধারী সস্ত্রাসী, ডাকাত, ধর্ষক, র্দুর্ধষ চাঁদাবাজ, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার এবং বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও মাদক উদ্ধারের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি অবলম্বন করায় সাধারণ জনগনের মনে আস্থা ও বিশ্বাস অর্জন করতে সক্ষম হয়েছে।
গত ১৩ মার্চ ২০২২ইং তারিখে রাত ৮.৪৫ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, চট্টগ্রাম মহানগরীর কোতয়ালী থানাধীন ২৯ জহুর শপিং সেন্টার, মেসার্স যমুনা মেডিসিন সপ এ কতিপয় ব্যক্তি ভেজাল ঔষধ বিক্রি করছে। উক্ত সংবাদের ভিত্তিতে গত ১৩ মার্চ ২০২২ ইং তারিখ রাত ৯.০৫ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল বর্ণিত ফার্মেসীতে অভিযান পরিচালনা করে আসামী ১। লিটন দাস (৪৩) পিতা- হিমাংশু দাস, সাং- দক্ষিণ কাঞ্চনা, থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রাম, বর্তমানে ৫৫ নং সদরঘাট রোড, মহারাজ বিল্ডিং, ৩য় তলা, থানা- কোতয়ালী, সিএমপি চট্টগ্রাম এবং ২। মোহাম্মদ আব্দুল আলী চৌধুরী (৩৫), পিতা- মোহাম্মদ জামাল উদ্দীন চৌধুরী, সাং- মোহাম্মদপুর, থানা- হাটহাজারী,    জেলা- চট্টগ্রামদের আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের জিজ্ঞাসাবাদে তাদের দোকান থেকে নিজ হস্তে বের করে দেয়া মতে একাধিক কোম্পানীর বিভিন্ন প্রকারের সর্বমোট ৩,৬৪১টি ভেজাল ঔষধ উদ্ধারসহ আসমীদের গ্রেফতার করা হয়। উল্লেখ্য যে, উদ্ধারকৃত ভেজাল ঔষধের প্যাকেট গুলোর মধ্য হতে নমুনা হিসেবে কয়েকটি প্যাকেটের মোড়ক উঠানোর চেষ্টা করা হলে দেখা যায় এক কোম্পানীর প্যাকেটের উপরে অন্য কোম্পানির মোড়ক লাগানো আছে। আটককৃত আসামীদ্বয় অকপটে স্বীকার করে যে, তারা দীর্ঘদিন যাবৎ অবৈধ ভাবে লাভবান হওয়ার জন্য ঔষধের কোম্পানীর নাম এবং গুণগত মান পরিবর্তন করে উহা খাটি ঔষধ হিসাবে বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ১৪ মার্চ, ২০২২/ মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here