ইমরান নাজির, শিবালয় (মানিকগঞ্জ) :
শিবালয় উপজেলার শিমুলিয়া ইউনিয়নের তারাইল মৌজার নেজলাপাড় (পূর্ব-উত্তর পুখুরিয়া) মধ্যেচর চকের মধ্যে আধুনিক যন্ত্রপাতি দিয়ে মাটি কেটে বিক্রির জন্য ট্রাক যোগে নেয়ায় প্বার্শবর্তী প্রায় এক কিলোমিটার ফসলি জমির দারুণ ক্ষতি সাধিত হচ্ছে।
ভূক্তভোগী জমির মালিক ও কৃষকরা প্রতিবাদ জানালে মাটি কাটার সাথে যুক্ত প্রভাবশালী চক্র বিভিন্ন হুমকি ও ভয়ভিতি প্রদর্শন করায় সচেতন মহলে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।
জানা গেছে, উক্ত চকের মাঝখানে সমেজ উদ্দিন মালিকানাধীন জমির উপর থেকে প্রায় ১২ ফুট গভীর করে মাটি কেটে বিক্রির উদ্দেশ্য অন্যত্র নেয়া হচ্ছে। পক্ষকাল যাবৎ এমন মাটি কাটা ও পরিবহনের ফলে পার্শ্ববর্তী জমির উপরদিয়ে অন্তত ১০ ফুট প্রস্ত রাস্তা তৈরি হয়েছে। ক্ষতিগ্রস্ত জমি মালিকদের সাথে আগে কোন আলাপ আলোচনা বা ক্ষতিপূরণের কথা না বলে জনৈক সূফল ও রাকিব মাটি কাটার কাজ চালিয়ে যাচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় আড়াই বিঘা জমি থেকে কেটে আনা মাটি স্থানীয় লোকজন ও ইটভাটায় বিক্রির জন্য নেয়া হচ্ছে। মাটি বিক্রির ব্যবসায় মোটা টাকা লাভের আশায় প্রভাবশালীরা বেপড়োয়া আচরণ করায় ভূক্তভোগীদের দূর্দশা বাড়ছে। ট্রাক্টরের সাথে বগি যোগে মাটি বহনের ফলে প্রায় ১ কিলোমিটার দীর্ঘ রাস্তার দু’পাশে থাকা উঠতি পিঁয়াজ, মরিচ, শবজি ক্ষেতের দারুণ ক্ষতি হচ্ছে। ট্রাক্টরের চাপে ধূলা-বালিতে পেঁয়াজ ও মরিচ ক্ষেত বিবর্ণ হয়ে পড়েছে। ধূলার ঘণ আস্তরণ পরে পিঁয়াজ মরে যাচ্ছে। বৃষ্টি না হওয়ায় এমন ধূলা-বালিতে এ চকে মাটি নেওয়ার জন্য তৈরি হওয়া রাস্তা থেকে দূরবর্তী ক্ষেতের বহু ফলল ক্ষতির কবলে পড়েছে।
ভূক্তভোগী কৃষক রফিজ উদ্দিন, সবুজ, রোকন, শান্তসহ স্থানীয় অনেকেই জানায়, উপজেলার মহাদেবপুর গ্রামের সূফল বসাক ও কেশবপট্টি গ্রামের রাকিব উক্ত চকে সমেজ উদ্দিনের জমি থেকে মাটি কাটার জন্য এক্সকেভেটর ও যানবাহন ব্যবহার করে আসছে। তাদের এমন আচরণে চকের বহু জমি ট্রাক্টর ও অন্যান্য যাহবহান চলাচলের কারণে ফসল নষ্ট হয়েছে। গাড়ির চাপে ধূলা-বালিতে রাস্তার নিকট ও দূরবর্তী ফসলি জমি নষ্ট হচ্ছে। এ কাজ বন্ধের দাবি জানালে সংঘবদ্ধ চক্র নানা হুমকি ও হয়রানির ভয় দেখাচ্ছে।
এ ব্যপারে এক্সেভেটর মালিক ও ব্যবসায়ি সূফল জানান, ঐ স্থানের মাটি কাটার সাথে আমার কোন সম্পর্ক নেই। স্থানীয় লোকজন তাদের প্রয়োজনে মাটি কেটে নিচ্ছে।
এ বিষয়ে শিবালয় উপজেলার সহকারী কমিশনার ভূমি মো: মাহবুবুল ইসলাম এর নিকট জানতে চাইলে তিনি আলোকিত প্রতিদিনের প্রতিবেদককে জানান, এ ব্যাপারে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
আলোকিত প্রতিদিন/১৪ মার্চ-২০২২/এসএএইচ