কুড়িগ্রামে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালন

0
280

রাশেদুজ্জামান  তাওহীদ

“ডিজিটাল আর্থিক ব্যবস্থায় ন্যায্যতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামে বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২২ পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে দিবসটি পালিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিনহাজুল ইসলামের সভাপতিত্বে ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমানের পরিচালনায় দিবসটি বেলুন উড়িয়ে বর্ণাঢ্য কর্মসূচি এবং আলোচনার মধ্য দিয়ে উৎযাপিত হয়। এ সময় আলোচনা রাখেন মৎস্য অধিদপ্তরের উপপরিচালক কালিপদ রায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুর রশিদ, কুড়িগ্রাম চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালক বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান, কুড়িগ্রাম পৌর সভার মেয়র কাজিউল ইসলাম, জেলা স্যানিটারি ইন্সপেক্টর রফিকুল ইসলাম প্রমুখ।

আলোকিত প্রতিদিন/ ১৫ মার্চ, ২০২২/ মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here