আজ ১৭ মার্চ সারাদেশে বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন

0
321

আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী। দিনটি রাষ্ট্রীয়ভাবে জাতীয় শিশু দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। ১৯২০ সালের এ দিনে তদানিন্তন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ মুজিবুর রহমান।  শৈশবে খোকা নামের ছেলেটিই একদিন হয়ে উঠেন নির্যাতিত-নিপীড়িত বাঙালির মুক্তির দিশারি। বঙ্গবন্ধুর জন্মদিন এবং জাতীয় শিশু দিবস ঘিরে দুদিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে আওয়ামী লীগ।

সারাদেশে বঙ্গবন্ধুর ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে

রাশেদুজ্জামান তাওহীদ

কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। সকাল সাড়ে ৭টায় জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও কেক কাটার মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করেন। এসময় দলীয় নেতা কর্মীদের আনন্দ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানাতে বিভিন্ন সরকারি, বেসরকারি, রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠসহ সর্বস্তরের মানুষ জড়ো হতে থাকে জেলা স্টেডিয়াম সংলগ্ন স্বাধীনতার বিজয় স্তম্ভে। এসময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে একে একে ফুলেল শ্রদ্ধা জানান ডিসি রেজাউল করিমের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরার নেতৃত্বে পুলিশ প্রশাসন, জেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলী ও সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জুর নেতৃত্বাধীন কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগ, মেয়র কাজিউল ইসলামের নেতৃত্বে কুড়িগ্রাম পৌরসভা। জেলা আইনজীবী সমিতি, কুড়িগ্রাম জেলা যুবলীগ, ছাত্রলীগ, জেলা পরিষদ, সদর উপজেলা পরিষদ, রেড ক্রিসেন্ট সোসাইটি, পানি উন্নয়ন বোর্ড, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, জেলা বিএনপি, জাসদ, বাসদ, জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতা কর্মকর্মীবৃন্দ। এরপর জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্নার মাগফেরাত ও সকল শিশুর সুন্দর ভবিষ্যৎ  কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন কুড়িগ্রাম আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুর বখত।

রুবি,নেত্রকোণা প্রতিনিধিঃ

জাতির পিতার জন্মশত বার্ষিকী এবং  স্বাধীনতার  সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে নেত্রকোণা জেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতার ম্যুরালসহ চেতনার বাতিঘর কমপ্লেক্স উদ্ধোধন করা হয়েছে। জাতির পিতা তার জীবদ্দশায় ছয়বার এই জেলায় আগমন করেছেন। জাতির পিতার প্রতি হাজারো জনতার শ্রদ্ধা জ্ঞাপনের জন্য মুক্তিযুদ্ধ ও শিল্প সাহিত্যে সংস্কৃতির রণভূমি নেত্রকোণা জেলায় বঙ্গবন্ধুর দৃষ্টিনন্দন স্থায়ী ম্যুরাল প্রধান অতিথি হিসেবে বৃহস্পতিবার সকালে আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করেন জনপ্রশাসন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম। এসময় উপস্থিত  ছিলেন, পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব (পরিকল্পনা বিভাগ) প্রদীপ রঞ্জন চক্রবর্তী, পরিকল্পনা কমিশনের সচিব (শিল্প ও শক্তি বিভাগ) এ কে এম ফজলুল হক, সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা উজ্জল বিকাশ দত্ত, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান, পুলিশ সুপার আকবর আলী মুনসী, জেলা আওয়ামীলীগের সভাপতি মতিয়র রহমান খান, জেলা পরিষদ চেয়াম্যান প্রশান্ত কুমার রায়, পৌর সভার মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক নূর খান মিঠু, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ভজন সরকার, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার নুরুল আমিন, যোদ্ধাহত মুক্তিযোদ্ধা ওসমান গণি তালুকদার প্রমূখ। নেত্রকোণা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে “চেতনার বাতিঘর” জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৃষ্টিনন্দন ম্যুরাল স্থাপন ও সৌন্দর্য বর্ধনে বঙ্গবন্ধু ও মুক্তি যুদ্ধের চেতনা বর্তমান ও ভবিষৎ প্রজন্ম থেকে প্রজন্মে সাধারন মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার অভিপ্রায়ে চেতনার বাতি ঘর প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে।
আব্দুল সাত্তার
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমীতে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ।পরবর্তীতে অতিরিক্ত পুলিশ কমিশনার মহোদয় দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের জনক চত্ত্বরে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় সেখানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) মোঃ শামসুল আলম, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামিনুর রহমান, উপ পুলিশ কমিশনার (সদর) মোঃ আমির জাফর, বিপিএম সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও সিএমপি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
মাইনুল হাসান মজনু
বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা ডিগ্রি কলেজের উদ্যোগে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০২ তম  জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উদযাপন করা হয়েছে। আজ ১৭মার্চ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চন্দনবাইশা ডিগ্রি কলেজ  হলরুমে এ-উপলক্ষ্যে রচনা প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি,কেক কাটা ও আলোচনা অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ হাসান মাসুদ এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবু বকর সিদ্দিক। এছাড়াও অন্যান্যের মধ্যে থেকে বক্তব্য রাখেন, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মমতাজ বেগম, ভুগোল বিভাগের প্রভাষক আইনুল ইসলাম, চন্দনবাইশা ডিগ্রি কলেজ ছাত্র লীগের সভাপতি লতিফুল বারী লিমন,সাধারণ সম্পাদক আল আমিন হোসাইন, কবিতা আবৃত্তি করেন,অত্র কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী মোছাঃ রাজিয়া সুলতানা, মনিরুল ইসলাম, আবু মোতালেব ও সাগর মিয়া। পরে এক আনন্দ মুখোর পরিবেশে কেক কাটা  হয়।অনুষ্ঠানটি পরিচালনা করেন, ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ইউনুছ আলী।  এ-সময়  চন্দনবাইশা ডিগ্রি কলেজের সকল বিভাগের সহকারী অধ্যাপক, প্রভাষক,অফিস স্টাফ, ছাত্র ছাত্রী বৃন্দ উপস্থিত ছিলেন।
মোহাম্মদ জুবাইর চট্টগ্রাম
বঙ্গবন্ধু’র অসমাপ্ত আত্মজীবনী’টি ইতিহাসের একটি অংশ  বঙ্গবন্ধু’র অসমাপ্ত আত্মজীবনী’ বইটি ইতিহাসের অংশ হয়ে যাবে নিঃসন্দেহে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো এক বহতা নদীর মতো। শুধু দেশে নয় বিশ্বের বিভিন্ন দেশে তাঁকে নিয়ে রচিত হয়েছে অনেক প্রবন্ধ, গল্প, ছড়া ও কবিতা। এ বইতে প্রতিটি পাতায় পাতায় জীবনী নিয়ে লেখা কথাগুলো শুধু আত্ম-উদ্ভাসনে শেষ নয়, সমষ্টির বাণীর মতো হয়ে উঠেছে। ১৯৭১ সালে বাংলাদেশ নামক রাষ্ট্রটি প্রতিষ্ঠার নেতৃত্ব দিয়েছিলেন যে মহানায়ক- তিনি বঙ্গবন্ধু, বাঙালি জাতির অবিসংবাদিত নেতা, তিনিই জাতির পিতা। বঙ্গবন্ধু শুধু বাংলাদেশ প্রতিষ্ঠায় নেতৃত্ব দিয়ে ক্ষান্ত হননি। বিদেশের সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠায়ও তিনি দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিয়েছিলেন। কবির অন্তর্দৃষ্টির সঙ্গে ভাব-ভাষা-শব্দ এবং ছন্দের মাধুর্যে অবলীলায় ছুঁয়ে যাবে শিশু-কিশোর মনে গভীর আবেগে এবং বোধের ভেতরে জাগিয়ে তুলবে ইতিহাস চেতনা ও দেশপ্রেম এবং যার সঙ্গে মিশে আছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। অনুষ্ঠানের প্রধান অতিথি চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান উপরোক্ত কথাগুলো বলেন।  অদ্য ১৭ মার্চ সকাল ১০টায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও শিশু দিবস উপলক্ষে শিশুদের মাঝে ‘বঙ্গবন্ধু’র অসমাপ্ত আত্মজীবনী’ বিতরণ, দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের মহাসচিব লায়ন ডা. আর কে রুবেল’র সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মৃণাল কান্তি দাশ’র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবু জাফর, মমতাজ উদ্দিন, আলহাজ্ব এম বখতেয়ার উদ্দিন চৌধুরী করিম ভান্ডারী, বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, ডা: এস এম কামরুজ্জামান, আরাফাতুর রহমান কচি, ইসলাম হোসেন প্রমুখ।
প্রতিনিধি,নাগরপুর (টাঙ্গাইল)
টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল সাড়ে ৮ টায় প্রথমে উপজেলা স্বারক ৭১ এ পরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি দেয়া হয়। এছাড়াও সকালে বেলুন উড়িয়ে ও কেক কাটার মধ্য দিয়ে ‘মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলা’ উদ্বোধন শেষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়।
নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে ও জি এম ফুয়াদ মিয়া এর সঞ্চালনায় উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর -দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, নাগরপুর থানা অফিসার ইনচার্জ সরকার আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ রোকনুজ্জামান খান, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান খান, কৃষি অফিসার মোঃ আব্দুল মতিন বিশ্বাস, প্রকৌশলী মাহবুব রহমান, ভাইস চেয়ারম্যান মো: হুমায়ুন কবির, পল্লী বিদ্যুৎ ডিজিএম মোঃ মেশবাহুল হক, সদ্য সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: সুজায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা লক্ষীকান্ত সাহা, বীর মুক্তিযোদ্ধা নিরেন্দ্র কুমার পোদ্দার, বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দেস আলী, বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ার ছানা, সদর ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো: কুদরত আলী সহ বিভিন্ন বীর মুক্তিযোদ্ধারা, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
উল্লেখ্য, আলোচনা সভা অনুষ্ঠানে সারাদেশে আলোচিত ভাষ্যকার নাগরপুর দপ্তিয়রের সারোটিয়াগাজী এলাকার কৃতি সন্তান ফারহান সদিক সামি বঙ্গবন্ধুর ৭ ই মার্চ ভাষণ উপস্থাপন করেন। অনুষ্ঠান শেষে নাগরপুরে প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প থেকে আগত গরীব শিশুদের মধ্যে নতুন পোশাক বিতরণ করা হয়।
গাজীপুর থেকে মনির হোসেন।
আজ বৃহস্পতিবার ১৭ মার্চ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস আজ।  গাজীপুর জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ  র‌্যালীর আয়োজন করা হয়।  ক্লাবের সামনে থেকে র‍্যালি বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রদক্ষিণ করে রিপোর্টার্স ক্লাবের সামনে এসে। উক্ত র‍্যালিতে  উপস্থিত ছিলেন গাজীপুর জেলা রিপোটার্স ক্লাবের সাধারণ সম্পাদক এম,এ ফরিদ, ক্লাবের উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর আলম বাবু, ক্লাবের কার্যকরী সভাপতি মোঃ আবুল বাশার পলাশ, সহসভাপতি সাইফুল ইসলাম মানিক, তারেক রহমান জাহাঙ্গীর, যুগ্ম-সম্পাদক আব্বাস উদ্দিন, কার্যকরী সভাপতি কাজী মোঃ মকবুল হোসেন, মনির হোসেন সরকার, সাংগঠিন সম্পাদক তৌফিক ইসলাম, ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। ১৯২০ সালের এই দিনে বঙ্গবন্ধু বৃহত্তর ফরিদপুর জেলার তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়ার সম্ভান্ত শেখ পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম শেখ লুৎফর রহমান ও মাতার নাম সায়েরা খাতুন। পিতা-মাতার চার কন্যা এবং দুই পুত্রের সংসারে তিনি ছিলেন তৃতীয়। খোকা নামের সেই শিশুটি পরবর্তীতে  হয়ে ওঠেন নির্যাতিত-নিপীড়িত বাঙালির ত্রাতা ও মুক্তির দিশারী। গভীর রাজনৈতিক প্রজ্ঞা, আত্মত্যাগ এবং জনগণের প্রতি মমত্ববোধের কারণে পরিণত বয়সে হয়ে ওঠেন বাঙালির অবিসংবাদিত নেতা। এক রাজনৈতিক সংগ্রামবহুল জীবনের অধিকারী এই নেতা বিশ্ব ইতিহাসে ঠাঁই করে নেন স্বাধীন বাংলাদেশের রূপকার হিসাবে। বাঙালি জাতির ইতিহাসে বঙ্গবন্ধুর অবদান চিরদিন স্বর্ণাক্ষরে লিপিবদ্ধ থাকবে।
মো: ফারদিন হাসান দিপ্ত,
নরসিংদীর পলাশে সর্ব কালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি মুক্তির মহানায়ক স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে কেক কাটা, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।বৃহস্পতিবার ১৭ মার্চ বেলা ১১টা পলাশ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মাল্টি পারপাস অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে পলাশ উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরী এর ভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নরসিংদী-২ সংসদ সদস্য আলহাজ্ব ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপ। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা, উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার।উপজেলা সহকারী শিক্ষা অফিসার দিলরুবা ইয়াসমিনে রসঞ্চালনায় আরও বক্তব্য রাখেন পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ ইলিয়াছ, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডারবীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মন্টু।  এসময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ এবং পলাশ উপজেলার  কর্ম কর্তাবৃন্দ  ।  অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণে কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিকঅনুষ্ঠানঅনুষ্ঠিত হয়।

মোঃ সোহেল মিয়া (গাজীপুর)

বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে মহানগরের গাছা থানার মৈরান বাগান বিলাস রিসোর্টে বৃহস্পতিবার ‘ইয়ুথ ফর ডিফ্রাইড এ- স্টিট চিলড্রেন’ এর উদ্যোগে আলোচনা সভা এবং সুবিধা বঞ্চিত দুই শতাধিক শিশুর মাঝে নতুন পোশাক ও খাবার বিতরণ করা হয়। গাজীপুর ইয়ুথ ক্লাবের সভাপতি ও মহানগরের ছাত্রলীগৈর সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম দিপের সভাপতিত্বে ও যুবলীগ নেতা রুবেল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মহিউদ্দিন আহম্মেদ মহি। আরো বক্তব্য দেন, গাছা থানার ওসি মো. ইসমাইল হোসেন, মহানগর কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক লিটন মোল্লা, গাছা সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন শিশির, বীর মুক্তিযোদ্ধা মো. নূরুল ইসলাম, শাখাওয়াত হোসেন শিমুল, সাইদুর রহমান, সফিকুল ইসলাম, সারওয়ার সরকার, আনিসুর রহমান লিটন প্রমুখ। অপরদিকে গাছা ইউপি চত্বরে ৩৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডলের উদ্যোগে দুস্থ ও ইয়াতিম শিশুদের মাঝে নতুন পোশাক ও খাবার বিতরণ করা হয়। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়, উম্মুক্ত বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক, সাংস্কৃতিক সংগঠন নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করে।
মোঃনূরুজ্জামান সবুজ
পাবনার ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (১৭মার্চ) সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মাদ নাহিদ হাসান খান’র সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা এম. হোসেন আলী কাম-কমিউনিটি অডিটোরিয়ামে ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও পুরুস্কার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উক্ত আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মকবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব বাকী বিল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র গোলাম হোসেন রাসেল। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজা পারভীন পাখি, সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপাশা হোসাইন, ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মু. ফয়সাল বিন আহসান, উপজেলা সমাজসেবা অফিসার জাহিদুল ইসলাম জুয়েল, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মমতাজ মহল, ভাঙ্গুড়া প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক গিয়াস উদ্দিন সরদার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা আনসার কোম্পানী কমান্ডার শেখ সাখাওয়াত হোসেনসহ স্থানীয় গণমাধ্যম কর্মী বৃন্দ।

আলোকিত প্রতিদিন/ ১৭ মার্চ, ২০২২/ মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here