আজ শুক্রবার, ১৭ শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ

মানিকগঞ্জ জেলা যুবলীগের আয়োজনে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ

-Advertisement-

আরো খবর

মোঃ মহিদ 
১৭ মার্চ জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ১০২ তম জন্মদিন এবং জাতীয় শিশু দিবস-২০২২ উপলক্ষে সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছে জেলা যুবলীগ। সোমবার এ কর্মসূচি পালন করে জেলা যুবলীগ। যুবলীগের আয়োজনে ১০০ জনকে খাদ্য সামগ্রীর একটি প্যাকেজ বিনামূল্যে বিতরণ করা হয়। প্যাকেজটিতে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি আটা এবং ১ কেজি লবণ দেওয়া হয়েছে। এ বিষয়ে জেলা শহরের সেওতা এলাকার রহিম মিয়া বলেন, আমি অসহায় বৃদ্ধ মানুষ। ঠিকমত কাজ করতে পারি না। যুবলীগের নেতাদের জন্য আমি মন থেকে দোয়া করি। আল্লাহ্ তাদের সবাইরে এমন আরো ভাল কাজ করার তৌফিক দান করুক। আকবর আলী নামের আরেক ব্যক্তি বলেন, যুবলীগের পক্ষ থেকে এমন উপহার পেয়ে আমরা সবাই অনেক খুশি হয়েছি। আমাদের বেশ কয়েকদিনের খাদ্যের ব্যবস্থা করে দিল যুবলীগ। এই ভাল কাজ যারা করলো তাদের জন্য আমি দোয়া করি। এসময় মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান জনি সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন/ ২১ মার্চ, ২০২২/ মওম
- Advertisement -
- Advertisement -