প্রতিনিধি,নোয়াখালী
বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির কর্মসূচীর অংশ হিসাবে নোয়াখালী জেলা শাখার উদ্যেগে আজ বুধবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে নোয়াখালীর ৯ উপজেলা থেকে হাজার খানেক শিক্ষক শিক্ষিকা অংশগ্রহণ করেন। মানববন্ধনে নোয়াখালী জেলা শাখার সভাপতি মোঃ আবুল কাশেমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ আলমগীরের সঞ্চালনায় বক্তরা তাদের প্রাণের দাবী মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের জন্য মননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। অনতিবিলম্বে তাদের দাবী পূরণ না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয়া হয়। পরে তারা জেলা প্রশাসক দেওয়ান মাহবুবের রহমানের মাধ্যমে ১১ দফা দাবী সম্বলিত স্মারকলিপি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট প্রেরন করেন। এসময় জেলা উপজেলার শিক্ষক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
আলোকিত প্রতিদিন/ ২৩ মার্চ, ২০২২/ মওম