রিপন সারওয়ার (মুক্তাগাছা):
মুক্তাগাছায় বিদ্যুৎ স্পৃষ্টে সহোদর একভাইয়ের মৃত্যু ও আরেক ভাই মারাত্নক জখম প্রাপ্ত হয়েছেন। আজ বুধবার সকাল নয়টার দিকে বাড়ির গরুর ফার্মে এ দুর্ঘটনা ঘটে।
মৃত ইসরাফিল হোসেন (২৫) উপজেলার বড়গ্রাম ইউনিয়নের বাহাঙ্গার কোনাগাঁও গ্রামের বাসিন্দা। তিনি চট্রগ্রামের পতেঙ্গায় নৌবাহিনীতে কর্মরত ছিলেন। জখম প্রাপ্ত তার সহোদর বড় ভাই সাহিনুল ইসলাম শাহীন (৩০) হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে রয়েছেন। এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা যায়, ফার্মের ইলেকট্রিক মটরের তার লাগানোর সময় ইসরাফিল বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অজ্ঞান হয়ে পড়েন। এসময় বড় ভাই সাহিনুল উদ্ধারে এগিয়ে আসলে তিনিও বিদ্যুৎ স্পৃষ্ট হন। স্থানীয়রা উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে চিকিৎসক ইসরাফিলকে মৃত ঘোষণা করেন। অপরদিকে গুরুতর জখমপ্রাপ্ত সাহিনুলকে হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি যাওয়ার পরামর্শ দেন । মুক্তাগাছা থানার ওসি মাহমুদুল হাসান জানান, লাশ ময়নাতন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ০৬ এপ্রিল, ২০২২/ মওম