সীতাকুন্ডের জোড়ামতল মসজিদে মাসব্যাপী ধনী ও গরীবের ইফতার

0
511
মোহাম্মদ মঈন উদ্দিন
রমজান মাস বছরের শ্রেষ্ঠ সময়। এই মাসে নেক আমলের সওয়াব আল্লাহ তাআলা অনেক বেশি বাড়িয়ে দেন। পবিত্র এই মাসে আল্লাহর বান্দারা পারস্পরিক উত্তম আমলের প্রতিযোগিতা করে। রোজাদারকে ইফতার করানোর ফযীলতকে সামনে রেখে চট্রগ্রাম সীতাকুন্ড উপজেলার জোড়ামতল চৌরাস্তা জামে মসজিদে সন্মানিত রোজাদারদের জন্য পুরো রমজান মাসব্যাপী উন্মুক্ত ইফতারির আয়োজন করা হয়েছে। মসজিদের খোলা বারান্দায় একাধিক সারিতে রমজানের প্রথমদিন থেকে কার্যক্রম শুরু হয়। প্রতিদিন এলাকার মানুষের একসঙ্গে ইফতার আয়োজনের ব্যবস্থা রয়েছে এ মসজিদে। যেখানে ধনী-গরিব কোনো ভেদাভেদ নেই, সবাই পাশাপাশি বসে ইফতার করেন। আসরের নামাজের পর থেকেই মসজিদের বারান্দায় রোজাদারদের মধ্যে ইফতার বণ্টনের কাজ শুরু হয়। এতে রোজাপালনকারীদের মিলনমেলায় পরিণত হয়। পুরো রমজান মাস জুড়েই চলবে এ ইফতার আয়োজন,সেখানে সৃষ্টি হয় সাম্য ও ভ্রাতৃত্বের এক অনন্য পরিবেশ, এ মসজিদের ইফতারের কথা এলাকার  সর্বত্র মানুষের মুখে মুখে। বিশিষ্ট ব্যবসায়ী, সমাজ সেবক এবং মসজিদের খাদেম মোহাম্মদ আলাউদ্দিন বলেন,নিয়মিত ইফতারসামগ্রীর মধ্যে রয়েছে খেজুর,ছোলা,মুড়ি, জিলাপি, আলুর চপ, ছমুছা,পেঁয়াজু ও শরবতসহ পরিবেশন করা হয়।পুরো রমজান মাসব্যাপী ইফতারি এই আয়োজন চলবে ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, সমাজের ধনাঢ্য ব্যক্তিরা সওয়াবের উদ্দেশ্যে এলাকার প্রত্যেক মসজিদে সহযোগিতার হাত বাড়িয়ে ইফতার আয়োজন করেন,তাহলে গরিব ধর্মপ্রাণ মুসলমানদের ইফতারের আর  কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ।
আলোকিত প্রতিদিন/ ৭ এপ্রিল ,২০২২/ মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here