মোঃ মহিববুল্লাহ হাওলাদার
পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ১৪এপ্রিল বৃহস্পতিবার বাংলা ১৪২৯ নতুন বছরকে ছোট পরিসরে বরণ করা হয়েছে। মাহে রমজানের পবিত্রতা রক্ষায় উপজেলার সর্বস্তরের নের্তৃবৃন্দের ঐক্যমতের ভিত্তিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে সকাল পৌঁণে ১১টায় “নতুন ভোরের এই আলো ছড়িয়ে পড়ুক সবখানে, সবপ্রাণে” এ শ্লোগানে একটি র্যলি বের করা হয়। র্যলিটি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে উপজেলা সম্মুখ সড়কে শেষ হয়। র্যলিতে অন্যান্যের মধ্যে উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সীমা রানী ধর, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মশিউর রহমান মৃধা, সহকারী কমিশনার ভূমি রুমানা আফরোজ, ওসি তদন্ত মো. মেহেদী হাসান, মুক্তিযুদ্ধকালীন বেসামরিক কমান্ডার খান এনায়েত করিম, হিন্দু, বৌদ্ধ, খৃষ্টাণ ঐক্য পরিষদের উপজেলা সভাপতি বীরেন্দ্র নাথ বসু, কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, প্রাণী সম্পদ কার্যালয়ের ভ্যাটেনারি সার্জন ডা: সোমা সরকার,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জহিরুল আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নাসীর উদ্দিন খলিফা সহ সরকারি, বেসরকারি কর্মকর্তা, বিভিন্ন সংগঠন, নারী সংগঠনের নের্তৃবৃন্দ র্যলিতে অংশ নেন। এ দিকে স্থানীয় সরকার এবং স্থানীয় বিভিন্ন পর্যায়ের মানুষের সমন্বয়ে মাহে রমজানের পবিত্রতা রক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্ব স্ব উদ্যোগে স্কুল কম্পাউন্ডের মধ্যে সম্পূর্ণ বঙালিয়ানায় বাহারী পোষাকে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীরা গ্রাম বংলার ঐহিত্য খচিত ব্যানারে মঙ্গল শোভা যাত্রার মধ্য দিয়ে শেষ করে। অন্যদিকে দিনটি অন্য সব বছরের তুলনায় একটু ভিন্ন পরিসরে উদ্যাপন হওয়ায় মন খারাপ দেখা গেছে ছোটদের। তাই পরিবারের বড়রা ছোটদের মন রাখতে পৃথক পৃথক ভাবে থানা শিশু পার্ক সহ উপজেলার বিভিন্ন দর্শণীয় স্থান ঘুরিয়ে নিয়ে আসে। ৬৭নং নিজ ভাণ্ডারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক হাওলাদার জানান, রমজানের কারণে স্কুলের মধ্যেই র্যলি করছি। বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো. শফিকুল ইসলাম আযাদ জানান, বাচ্চাদের নিয়ে মোটর সাইকেলে একটু ঘুরে বাসায় নিয়ে যাব।কারন ওরা ছোট তাই বোঝেনা ওদের মনও রাখতে হবে পাশাপাশি বড়রাও চায় এই আনন্দ সাড়ম্বর করতে গিয়ে যাতে রোজাদার মুসুল্লিদের কোন প্রকার ব্যঘাত না ঘটে।
আলোকিত প্রতিদিন/ ১৪ এপ্রিল ,২০২২/ মওম