করোনা মহামারিতে গত দু’বছর থেমে ছিল বটমূল। বাজেনি কোনও সুর। দীর্ঘ অপেক্ষা পর আবারও নববর্ষের প্রথম সূর্যটা উঠলো গানে গানে। আজ বৃহস্পতিবার পহেলা বৈশাখে (১৪ এপ্রিল) ভোরের শুরু হলো ছায়ানট আয়োজিত বর্ষবরণ। দুই বছরের বিরতির পর আবারও চেনা জায়গায় ফিরলো সংগঠনটি। বর্ষবরণ অনুষ্ঠানের কিছু মুহূর্ত।