প্রতিনিধি,ডিমলা(নীলফামারী)
নীলফামারীর ডিমলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে । পালাতক রয়েছেন স্বামী। গত বুধবার সন্ধ্যায় খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নীলফামারী সদর জেলা হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত সন্ধ্যা ঋষি (৪৫) উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের ঋষিপাড়া গ্রামের মানিক ঋষির(৫৫) স্ত্রী। পরিবার এবং পুলিশ সূত্রে জানা যায়,মানিক প্রায়ই তার স্ত্রী সন্ধ্যা কে মারধর করতো। গত বুধবার সন্ধ্যায় পারিবারিক কলহের জেরে মানিক তার স্ত্রীকে মারপিট এবং শ্বাসরোধে হত্যার পর ঘরের চৌকির উপরে রেখে পালিয়ে যায়। ওই সময় গৃহবধুর দুই ছেলে নরসুন্দর শ্যামল ও পরিমল কাকড়া বাজারে নিজ দোকানে ছিলেন।দুই মেয়ে পাশের বাড়ি ছিলেন। সন্ধ্যায় তারা বাড়ি ফিরলে মাকে অচেতন অবস্থায় ঘরের চৌকিতে পড়ে থাকতে দেখে সন্দেহ হয়। পরে প্রতিবেশিদের খবর দিলে ঘটনাটি জানাজানি হয়। ডিমলা থানার ওসি (তদন্ত) বিশ্বদেব রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলমান। স্বামী মানিককে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
আলোকিত প্রতিদিন/ ১৪ এপ্রিল ,২০২২/ মওম