বনবিভাগ ও প্রশাসনের যৌথ  অভিযানে অবৈধ করাতকল উচ্ছেদ 

0
315
আবু সায়েম
কক্সবাজার দক্ষিণ বনবিভাগের আওতাধীন উখিয়া রেঞ্জ এবং উখিয়া উপজেলা প্রশাসন যৌথ অভিযান চালিয়ে রাজাপালং ফাজিল মাদ্রাসা এবং রাজাপালং প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন  অবৈধভাবে স্থাপিত ২ টি করাতকল উচ্ছেদ করা হয়েছে। ১৩ এপ্রিল  বুধবার  সহকারী কমিশনার (ভূমি) তাজউদ্দীন এবং উখিয়া উপজেলা রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলমের  নেতৃত্বে উখিয়া থানা পুলিশ ওয়ালাপালং বিট কর্মকর্তা  এবং একদল বনকর্মীদের সহযোগিতায়  যৌথ অভিযানে ২ টি করাতকল উচ্ছেদ করা হয়। এসময় অবৈধ করাতকলের যাবতীয় যন্ত্রপাতি বডি এবং অন্যান্য মালামাল জব্দ করে রেঞ্জ হেফাজতে নিয়ে আসা হয়।  উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসেবে কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সারওয়ার আলমের নির্দেশে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় রাজাপালং এ  ২ টি অবৈধ করাতকল উচ্ছেদ করা হয়। করাতকল উচ্ছেদ করে সরঞ্জামাদি জব্দ করে রেঞ্জ হেফাজতে নিয়ে আসা হয়েছে। অনুসন্ধানে জানা যায়, অবৈধ সমিলগুলো স্থানীয় বাসিন্দা মোস্তাফিজ, মোর্শেদ এবং মোস্তফা সিন্ডিকেটের মাধ্যমে পরিচালিত হয়। অবৈধ করাতকল স্থাপনের সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করা হবে। কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ সারওয়ার আলম বলেন, উখিয়ার রাজাপালং এ  অবৈধ করাতকল স্থাপনের খবর পেয়ে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ২ টি অবৈধ করাতকল উচ্ছেদ করা হয়েছে।  অবৈধ করাতকল স্থাপন করে বন উজাড় করলে যতো বড় প্রভাবশালী হোক না কেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। বনজসম্পদ রক্ষা, সরকারি বনভূমি উদ্ধার, সুরক্ষা সহ সামগ্রিক কার্যাবলি বাস্তবায়নে আমরা সজাগও সতর্ক  রয়েছি। বন অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
আলোকিত প্রতিদিন/ ১৪ এপ্রিল ,২০২২/ মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here