চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের আওতাধীন বারবাকিয়া রেঞ্জে সুফল বাগানে গবাদি পশুর বিচরণ বন্ধ করতে গিয়ে ভূমিদস্যুর হামলায় আবু হানিফ নামে এক নিরাপত্তাকর্মী আহত হওয়ার অভিযোগ উঠেছে।
আবু সায়েম
১৪ এপ্রিল বৃহস্পতিবার বারবাকিয়া বিটের সুফল বাগানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বারবাকিয়া রেঞ্জ আইনগত পদক্ষেপ গ্রহণ করবে বলে জানান রেঞ্জ কর্মকর্তা মোঃ হাবিবুল হক।
জানা যায়, সুফল বাগানে গবাদি পশুর বিচরণ রোধকল্পে ১৪ এপ্রিল বৃহস্পতিবার বারবাকিয়া বিট কর্মকর্তা ও স্টাফদের নেতৃত্বে ২০২০-২০২১ সালের সুফল বাগান এলাকা থেকে সুফল প্রকল্পের সুবিধাভোগীদের সহযোগিতায় কিছু গরু মহিষ আটক করে রেঞ্জ হেফাজতে নিয়ে আসা হয়। গভীর রাতে রেঞ্জ হেফাজত থেকে বারবাকিয়া রেঞ্জের স্থানীয় বাসিন্দা ভূমিদস্যু জসিম ও তার সঙ্গীরা ২টি মহিষ চুরি করে পালিয়ে যাওয়ার সময় বনবিভাগ কর্তৃক নিয়োগকৃত নিরাপত্তাকর্মী আবু হানিফ বাঁধা দেয়।
পাহারাদার আবু হানিফ বাঁধা দিলে ভূমিদস্যু জসিম তার হাতে থাকা ধারালো দা দিয়ে আঘাত করে। এরফলে পাহারাদার আবু হানিফ গুরুতর আঘাত প্রাপ্ত হলে পেকুয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম হাসপাতালে রেফার করা হয়।
এ ব্যাপারে বারবাকিয়া রেঞ্জ কর্মকর্তা মোঃ হাবিবুল হক বলেন, সুফল বাগানে গবাদি পশু প্রবেশ করে বাগানের চারা ও পরিবেশ নষ্ট করে আসছিলো। বিষয়টি গবাদি পশুর মালিকদের বার বার অবগত করলেও তারা কোন ধরনের উদ্যোগ গ্রহণ করে নি। পরবর্তীতে সুফল বাগান রক্ষায় গবাদি পশুর বিচরণ বন্ধ করার নিমিত্তে বারবাকিয়া বিট কর্মকর্তা, স্টাফ এবং বাগানের উপকারভোগীদের সহযোগিতায় কিছু গবাদি পশু আটক করে রেঞ্জ হেফাজতে নিয়ে আসি।
গত ১৪ এপ্রিল বৃহস্পতিবার গভীররাতে রেঞ্জ হেফাজতে থাকা গরু ও মহিষ স্থানীয় ভূমিদস্যু জসিম ও ৩ থেকে ৪ জন অপরিচিত ব্যক্তি চুরি করে পালিয়ে যাওয়ার সময় পাহারাদার আবু হানিফ বাঁধা দিলে জসিম তার হাতে থাকা ধারালো দা দিয়ে মারাত্মক জখম করে। বর্তমানে পাহারাদার আবু হানিফ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বিষয়টি পেকুয়া থানা পুলিশ কে অবগত করা হয়েছে। জড়িত ভূমিদস্যু জসিম ও তার সঙ্গীদের বিরুদ্ধে শীঘ্রই আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
আলোকিত প্রতিদিন/ দ ম দ