সফি সুমন, আশুলিয়া:
সময় টেলিভিশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আশুলিয়া প্রেস ক্লাবে ইফতার মাহফিল এবং জমকালো অনুষ্ঠানের মাধ্যমে জন্মদিন পালন করা হয়। রবিবার (১৭/০৪/২২ইং) সন্ধ্যায় আশুলিয়া প্রেসক্লাব অডিউটোরিয়ামে এ আয়োজন করা হয়। ইফতারের আগে দোয়া কালাম পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। পরে রং বে¬ রঙয়ের লাইটিং, আঁতশবাজি, ফানুস উড়ানো এবং রান্না করা স্পেশাল খাবার পরিবেশনের আগে সময় টিভি’র লগো সম্বলিত কেক কেটে আনন্দঘন পরিবেশ উপভোগ করা হয়। উক্ত অনুষ্ঠান এবং ইফতার মাহফিলটি আশুলিয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার মাহফুজুর রহমান নিপুর সঞ্চালনায়, আশুলিয়া প্রেসক্লাবের সভাপতি ও সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোজাফফর হোসাইন জয়’র সভাপতিত্বে, প্রেসক্লাবের পুরো হলরুম আনন্দমুখর পরিবেশে দারুন চাকচিক্যময় হয়ে ওঠে। এই অনুষ্ঠান এবং ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নিবার্হী কর্মকর্তা মাজহারুল ইসলাম এবং সাভার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: সাইমুল হুদা। আরও উপস্থিত ছিলেন আশুলিয়া সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসেন, স্বনির্ভর ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম, ডিজাইনওয়ে গ্রুপ এর পরিচালক আলহাজ¦ ইঞ্জিনিয়ার মো. রবিউল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ এবং দূর দূরান্ত থেকে আগত প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার কর্মীবৃন্দ। এছাড়াও সুশীল সমাজ, স্থানীয় সংবাদিক ও বিভিন্ন ক্যাবল অপারেটর, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় শুভানুধ্যায়ীরা সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার মোজাফফর হোসাইন জয়কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।
আলোকিত প্রতিদিন/ ১৯ এপ্রিল ,২০২২/ মওম