ত্রিপুরারী দেবনাথ তিপু
হবিগঞ্জের মাধবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২২ উদযাপিত হয়। ২৩ এপ্রিল শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃক আয়োজিত, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২২ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সঠিক পুষ্টি তে সুস্থ জীবন এ প্রতিপাদ্য বিষয় নিয়ে জনস্বাস্থ্য বিষয়ক কর্তৃক আয়োজনে সপ্তাহ ব্যাপী পুষ্টি সপ্তাহ ২০২২ এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন। জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২২ উদযাপন অনুষ্ঠানের সভাপতিত্বে ছিলেন উপজেলা স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ইশতিয়াক মামুন, সঞ্চালন করেন ডাঃ মোঃ রোকন উদ্দিন উজ্জল। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফ আলী তাপস, বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায় সহ সাংবাদিক বৃন্দ।
আলোকিত প্রতিদিন/ ২৩ এপ্রিল ,২০২২/ মওম