গাংনীতে কোমল পানি ভেবে গ্রাম পুলিশের বিষপান

0
276

প্রতিনিধি,মেহেরপুর 

মেহেরপুরের গাংনী উপজেলার রাইপুর গ্রামে কোমল পানিয় (কোকোকলা) ভেবে বিষপান করেছেন অজিত রায় (৫৫) নামের এক গ্রাম পুলিশ । সোমবার সকালে বিষপান করার পর অজিত অসুস্থ হয়ে পড়লে, স্থানীরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গ্রাম পুলিশ অজিত রাইপুর গ্রামের কার্তিক রায়ের ছেলে। স্থানিয়রা জানান অজিতের নাতি  ক্ষেতে পোঁকা দমনের জন্য ঘরে কোকোকলা কোমল পানির খালি বোতলে বিষ রেখেছিল। সোমবার সকালে অজিত কোমল পানি ভেবে,পান করেন। পান করার কিছুক্ষণ পর সে অসুস্থ হয়ে পড়ে। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। গাংনী কর্তব্যরত চিকৎসক বি ডি দাস পিকলু  বলেন পাকস্থলি তেকে বিষ উত্তোলন করে চিকিৎসা প্রদান চলছে।

আলোকিত প্রতিদিন/ ২৫ এপ্রিল ,২০২২/ মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here