রিপন সারওয়ার (মুক্তাগাছা):
মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন। মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতরা হলেন- লাল মাহমুদের ছেলে মোঃ হানিফ (৪৫) ও মুক্তাগাছা উপজেলার শশারা গ্রামের মোঃ হাতেম আলীর স্ত্রী শাহেরা খাতুন (৪৬)। ওসি জানান, বিকেল ৩টায় মুক্তাগাছা উপজেলার ময়মনসিংহ টাঙ্গাইল আঞ্চলিক মহাসড়কের রামচন্দ্রপুর নামক স্থানে টাঙ্গাইলগামী অতিথি পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি রিকশা ভ্যানকে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন ও মুক্তাগাছা উপজেলা হাসপাতালে একজনের মৃত্যু হয়। আহত দুইজনকে মুক্তাগাছা হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে মুক্তাগাছার থানায় মামলা হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ২৫ এপ্রিল ,২০২২/ মওম