প্রধানমন্ত্রীর সাথে গণভবনে সাক্ষাৎ করেছেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি

0
252

নিজস্ব প্রতিবেদক

২৫ এপ্রিল সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ। তিনি বেলা সাড়ে ১১টার দিকে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে মিলিত হন। তিনদিনের সফরে ঢাকা পৌঁছান ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ। তার  বিমানটি সকাল ৯টা ৪০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে  অবতরণ করে।  বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান। ম্যারি এলিজাবেথ বিমানবন্দর থেকে রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে আসেন। এরপর শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের জন্য গণভবনের উদ্দেশ্যে রওয়ানা হোন। পরে তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। এসময় বাংলাদেশ এবং ডেনমার্ক রাজ্যের মধ্যে টেকসই ও সবুজ ফ্রেমওয়ার্ক বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়। বৈঠকে  রাজকুমারী এবং পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আরও জানা যায়, ডেনমার্কের রাজকুমারী বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে  কক্সবাজার সফর করবেন। তিনদিনের সফর শেষে  ২৭ এপ্রিল বুধবার  রাতে ইস্তাম্বুলের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

আলোকিত প্রতিদিন/ ২৫ এপ্রিল ,২০২২/ মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here