টাঙ্গাইলে মাটিচাপা পড়ে দুই শ্রমিক নিহত 

0
525
প্রতিনিধি, টাঙ্গাইল:
টাঙ্গাইল শহরের আশেকপুর এলাকায় বহুতল ভবণ নির্মানের জন্য পিলারের মাটি খোড়ার সময় মাটিচাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার (১০ মে) দুপুরে আশেকপুর এলাকার মো. নজরুলের বাড়িতে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তিরা হচ্ছেন, বাসাইল উপজেলার কাশিল গ্রামের ঝটু পালের ছেলে আনন্দ পাল (৫৫) ও আন্নাত পালের ছেলে নিধন পাল।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে পাঁচজন শ্রমিক নজরুলের বাড়ির নির্মাণাধীন নতুন ভবনের পিলার নির্মাণের জন্য মাটি খুঁড়ছিলেন। এদের মধ্যে আনন্দ এবং নিধন মাটি খুড়তে খুড়তে অনেক গভীরে চলে যায়। এক পর্যায়ে চারিদিক থেকে মমাটি ভেঙে তারা চাপা পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা বেকু দিয়ে মাটি সড়িয়ে ওই দুই জনের মরদেহ উদ্ধার করে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক রেজাউল করিম জানান, আশেকপুর ইন্দারা পাড়া এলাকায় নির্মাধীন ভবনে পাইলিংয়ের কাজ করার সময় চারপাশ থেকে মাটি চাপা পরে নিহত দুজনের উপর। পরে স্থানীয় লোকজন আমাদের জানালে ঘটনাস্থালে গিয়ে তাদের উদ্ধার করি। পরে লাশ দুটো পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
টাঙ্গাইল সদর থানার পুলিশ পরিদর্শক শামীম জানান, আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আলোকিত প্রতিদিন/ দ ম দ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here