আজ রবিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৪ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

যাত্রাবাড়ীতে ১৭ লাখ টাকার ইয়াবাসহ ১ জন আটক

আরো খবর

ক্রাইম রিপোর্টারঃ
রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ৬৬০ পিস ইয়াবাসহ দিদার মজুমদার (৫১) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। ১২ মে বৃহস্পতিবার রাতে যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র‍্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) এনায়েত কবীর সোয়েব বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫ হাজার ৬৬০ পিস ইয়াবাসহ একজনকে আটক করা হয়েছে। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৬ লাখ ৯৮ হাজার টাকা। তিনি আরও বলেন, আটক দিদার একজন পেশাদার মাদক বিক্রেতা। তিনি বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ ঢাকার বিভিন্ন এলাকায় ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিলেন।

আলোকিত প্রতিদিন/ ১৩ মে ,২০২২/ মওম

 

- Advertisement -
- Advertisement -