নুরুন্নবী নুরু
ভূমি অফিসে না এসে ডিজিটাল ভূমি সেবা গ্রহণ প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুর জেলায় ভূমি সেবা সপ্তাহ ২০২২ ভূমি মন্ত্রণালয় কর্তৃক পালিত হয়। এ ব্যাপারে সোমবার দুপুরে জেলা প্রশাসকের হলরুমে বিভাগীয় এবং জেলা প্রশাসনের আয়োজনে ভূমি সপ্তাহ নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলন সূত্রে জানা যায়, বর্তমান ডিজিটাল যুগে ভূমি অফিসে কারো আসার প্রয়োজন হবেনা বাসায় বসে থেকে মোবাইলেই ভূমি সংক্রান্ত যে কোন তথ্য পেতে পারেন। ভূমি সেবা পেতে ও যে কোন অভিযোগ থাকলে ১৬১২২ নম্বরে কল করতে পারেন বর্তমান সরকারের নির্বাচনী এশতেহার ছিলো ডিজিটাল বাংলাদেশ গড়া, যা আজ মানুষের দোড় গড়ায় পৌঁছেছে। বাংলাদেশের মানুষের কাছে মোবাইল নেই এরকম মানুষ খুঁজে পাওয়া দায়। মোবাইল এ্যাপস এর মাধ্যমে বর্তমানে সকল কাজ করা সম্ভব। এখন থেকে ১৫ বছর আগে সকলকে লাইন ধরে যাবতীয় কাজ করতে হতো বর্তমানে আর লাইনে দাড়াতে হয়না। সংবাদ সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে রাখেন, রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভুঞা। রংপুর জেলা প্রশাসক আসিব আহসান এর সভাপতিত্বে এ সময় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন উপসচিব (উপ ভূমি সংস্কার কমিশন-১) ভূমি সংস্কার বোর্ড ঢাকা রেজাউল কবীর। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন জোনাল সেটেলমেন্ট অফিসার রংপুর আজমল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ.ডব্লিউ.এম রায়হান শাহ, রংপুর প্রেস ক্লাবের সভাপতি মাহবুবুর রহমান। এ সময় রংপুর বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারি ও জেলার সকল উপজেলার এ্যাসিলেন্ট, ভূমি অফিসার, জনপ্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোকিত প্রতিদিন / ২৩ মে ,২০২২/ মওম