আরিচা পয়েন্টে পানি বৃদ্ধি; পদ্মা-যমুনার স্রোতে ফেরি-লঞ্চ চলাচল ব্যাহত

0
262

ইমরান নাজির

পাহাড়ি ঢলের প্রভাবে আরিচা পয়েন্টে পদ্মা-যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় যমুনার পানি আরিচা পয়েন্টে ১৩ সেন্টিমিটার বৃদ্ধি পায়। পানি বৃদ্ধিতে প্রবল স্রোত ও ঢেউয়ের কারণে আরিচা-কাজিরহাট, পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চঞ্চ চলাচল মারাত্বক ব্যাহত হচ্ছে। এ সকল ঘাটে পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হওয়ায় যাত্রীসাধারণ নানা ভোগান্তি পোহাচ্ছে। এছাড়া, প্রধান এ দু’নদীর পানি বৃদ্ধির ফলে মানিকগঞ্জের শাখা নদী ধলেশ্বরী, ইছামতি, কান্তাবতি, কালিগঙ্গা প্রভৃতি নদী বাহিত পানিতে বিভিন্ন চকের ফসলি জমির আবাদকৃত উঠতি বোরো ধান তলিয়ে যাচ্ছে। অনেক কৃষক আধাপাকা ধান কেটে নিতে বাধ্য হচ্ছে। শ্রমিক সংকট ও উচ্চ মজুরির কারণে ধান কাটা ব্যাহত হচ্ছে।  এর সাথে আবাদি মরিচ, ভুট্টা, শাক-সবজিসহ বিভিন্ন ফসলের দারুন ক্ষতি সাধিত হচ্ছে। অনেক পুকুর থেকে চাষকৃত মাছ বেরিয়ে গেছে।

আলোকিত  প্রতিদিন / ২৩ মে ,২০২২/ মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here