সোহেল রানা চৌধুরী
গোয়ালন্দে ইউএনও’র বদলি ঠেকাতে মানববন্ধন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুল হক খানের বদলি জনিত আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে গোয়ালন্দের সর্বস্থরের জনগণ। ২৩ মে সোমবার বেলা সাড়ে ১১টা থেকে ১২ টা পর্যন্ত শতাধিক নারী-পুরুষের উপস্থিতে উপজেলা পরিষদের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন- গোয়ালন্দ উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক মো. আবির হোসেন রিদয়, পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি আল আমিন, পৌর যুব মহিলা লীগের সভাপতি সালমা আক্তার, উজানচর স্বেচ্ছাসেবক লীগের সধারণ সম্পাদক মোনোয়ার হোসেন মনা সহ প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তা একজন সৎ, যোগ্য, অত্যান্ত ভালো মনের মানুষ। সরকারের প্রতিটি কাজ বাস্তবায়ন ও সততার সাথে দায়িত্ব পালন করে আসছেন তিনি। তার এই স্বল্প সময়ে বদলিতে আমরা গোয়ালন্দবাসী হতাশাগ্রস্থ। অন্তত আরও এক বছর যেন গোয়ালন্দ উপজেলায় আমাদের মাঝে নির্বাহী কর্মকর্তা থেকে তার অসমাপ্ত কাজগুলো শেষ করার জন্য প্রধানমন্ত্রী ও রাজবাড়ী জেলা প্রশাসকের নিকট বিনিত অনুরোধ জানান।
আলোকিত প্রতিদিন / ২৩ মে ,২০২২/ মওম