পলাশে আনসার ও ভিডিপি সমাবেশ

0
269

মো: ফারদিন হাসান দিপ্ত

শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন, নিরাপত্তায় সর্বত্র আমরা এই স্লোগানকে সামনে রেখে নরসিংদীর পলাশে আজ সোমবার সকালে উপজেলা আনসার ও ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পলাশ উপজেলা মাল্টিপারপাস অডিটোরিয়ামে উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নরসিংদীর জেলা কমান্ড্যান্ট তানজিনা বিনতে এরশাদ। উপজেলা আনসার এবং ভিডিপি কমান্ডার নুরুল ইসলাম পাঠানের সভাপতিত্বে সমাবেশে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী নরসিংদী জেলার সহকারী জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ সাজ্জাদ হোসেন সেলিম। সমাবেশ শেষে কাজের বিশেষ দক্ষতার জন্য কয়েকজন আনসার দলনেতাদের মাঝে বাইসাইকেল বিতরন করেন।

আলোকিত  প্রতিদিন / ২৩ মে ,২০২২/ মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here