ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ

0
350

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ এবং ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়েছে। সংঘর্ষে  দুই পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।  ২৪ মে মঙ্গলবার বেলা ১১টা ৩০ মিনিটের দিকে এ সংঘর্ষ শুরু হয়। এসময় ছাত্রলীগের বাধার মুখে ঢাবি ক্যাম্পাসের দোয়েল চত্বর ছেড়ে চলে যান ছাত্রদলের নেতাকর্মীরা।এর আগে সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলের বক্তব্যের ব্যাখ্যা দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সাংবাদিক সমিতিতে ছাত্রদল সংবাদ সম্মেলনের আয়োজন করে । ঢাকা মেডিকেল কলেজ এলাকা থেকে মিছিল নিয়ে টিএসসি যাওয়ার পথে শহীদ মিনার এলাকায় ছাত্রলীগের হামলার শিকার হন ছাত্রদল । এসময় উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয় । ছাত্রদল নেতাকর্মীদের অভিযোগ হামলায় তাদের  ৩০ নেতাকর্মী আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। তবে ছাত্রলীগের বাধার মুখে পিছু হটে ছাত্রদল। তবে শক্তি বাড়িয়ে ক্যাম্পাসে আবার  আসার তারা পরিকল্পনা করেন ।

আলোকিত  প্রতিদিন / ২৪ মে ,২০২২/ মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here