সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ ছিদ্দিকুর রহমানের ৫ম মৃত্যু বার্ষিকী পালিত

0
259
মোঃহারুনুর রশিদ
কচুয়ার বারৈয়ারা কৃতিসন্তান ইঞ্জিনিয়ার মোঃ শাহ জাহানের পিতা ২নং পাথৈর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুরহুম হাজী মোঃ ছিদ্দিকুর রহমানের ৫ম  মৃত্যু বার্ষিকী বারৈয়ারা আন্নাজাত বাহিয়া ক্বওমী মাদ্রাসায় পালিত হয়েছে।  এসময় উপস্থিত ছিলেন মুরহুম হাজী ছিদ্দিকুর রহমানের বড় ছেলে ইঞ্জিনিয়ার মোঃ শাহজাহান,মোঃ মিজানুর রহমান বশির,শেখ মোহাম্মদ নুরনবী,হাজী মোঃরুহুল আমিন সরকার,মোঃ আবদুল আজিজ মেম্বার,বারৈয়ারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃবিল্লাল হোসেন সরকার,এডভোকেট মোঃমাহফুজ মিঞাঁ,এডভোকেট মোঃ ইব্রাহীম হোসেন শিহাব,মোঃমাসুদুর রহমান মিয়াজী,মোঃআলম খান,মোঃ মিজানুর রহমান স্বপন,মোঃআলী আর্শ্বাদ মোল্লা,মোঃমাহবুব আলম মিয়াজী, ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন মজুমদার,সাবেক মেম্বার মোঃসফিকুর রহমান মোল্লা,বর্তমান ওয়ার্ড মেম্বার মোঃ শাহজালাল মোল্লা,ক্বারী মোঃ আবু তাহের ইকবাল মজুমদার সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।  পরিশেষে ইঞ্জিনিয়ার মোঃ শাহজাহান ও স্ত্রীসহ পবিত্র মক্কায় হজ্ব করার জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং পিতা,মাতা ও পরিবারের জন্য দেশবাসী সকলের নিকট দোয়া কামনা করেন। পরবর্তীতে মিলাদ মাহফিলে বাবা,মার জান্নাত বাসী কামনায় দোয়া ও মোনাজাত করা হয় এবং এতিম ছাত্রদেরসহ এলাকাবাসীকে দুপুরে একবেলা খাবার পরিবেশনকরেন।
আলোকিত  প্রতিদিন / ২৭ মে ,২০২২/ মওম 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here