কচুয়ায় ১২ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারী গ্রেফতার

0
312
প্রতিনিধি, কচুয়া
চাঁদপুরের পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারদের সার্বিক নির্দেশনায় এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার, কচুয়া সার্কেল ও অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিউদ্দিন কচুয়া থানার নেতৃত্বে অদ্য ৩জুন তারিখ ৮ ঘটিকার সময় এস.আই(নিঃ)/মোঃ হাবিবুর রহমান, কচুয়া থানা, চাঁদপুর সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কচুয়া থানাধীন কচুয়া থানাধীন ১২নং আশ্রাফপুর ইউনিয়নের  কুমিল্লা টু চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের পাশে খাজুরিয়া যাত্রী চাউনীর সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট ডিউটি করাকালীন রিলাক্স বাস এর ভিতর থেকে তল্লাশী চালিয়ে ১২কেজি গাঁজাসহ ২মাদককারবারীকে গ্রেফতার করেছে কচুয়া থানা পুলিশ।
মাদককারবারীরা হলেন ১। জিসান আলী (২৪), পিতা-মোঃ জামাল, মাতা-সাইরিন, সাং-নামডুলা, থানা-শিবগঞ্জ, জেলা-চাপাই নবাবগঞ্জ এর নিকট হইতে ০৬ (ছয়) কেজি  ২। মোঃ পলাশ (২৩), পিতা-আতাউর রহমান, মাতা-সেরিনা বেগম, সাং-লেবুডাঙ্গা, থানা-গোমস্তাপুর, জেলা-চাপাই নবাবগঞ্জ এর নিকট হইতে ০৬ (ছয়) কেজিসহ সর্বমোট ১২ (বার) কেজি গাঁজা উদ্ধার করেন।
 মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করিয়া তাদের চাঁদপুর  বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/ দ ম দ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here