ঘিওরে ধান ক্ষেত থেকে ধরা পড়লো মেছোবাঘ

0
315
          মোঃ মহিদ 
মানিকগঞ্জের ঘিওরে ধান ক্ষেত থেকে আহত অবস্থায় স্থানীয়দের হাতে ধরা পড়েছে মেছোবাঘ । ৩ জুন শুক্রবার দুপুর সাড়ে ১২ দিকে উপজেলার বড়টিয়া ইউনিয়নের ফুলহারা গ্রামে ধানের ক্ষেত থেকে আহত অবস্থায় মেছোবাঘটিকে উদ্ধার করে স্থানীয় জনতা। বড়টিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল হক মোল্লা রওশন জানান, দুপুরের দিকে কৃষক খেতে ধান কাটারত অবস্থায় মেশিনে আঘাত প্রাপ্ত হয়ে মেছোবাঘটি ধরাপড়ে। খবর পেয়ে বিষয়টি জানাতে উপজেলা বন কর্মকতা মোঃ মামুন মিয়ার সাথে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি । এমতঅবস্থায় ঘিওর উপজেলা প্রশাসনকে খবর দেই। খবর পেয়ে তৎক্ষণাৎ উপজেলা প্রানিসম্পদের একটি টিম এসে আহত মেছোবাঘটিকে প্রাথমিক চিকিৎসা দেয়ার জন্য উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় নিয়ে গেছেন । উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডাঃ এ টি,এম ফয়জুর রাজ্জাক আকন্দ বলেন, এটি মেছোবাঘ নামে পরিচিত । আহত মেছোবাঘটিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে । মেছোবাঘটি উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে বলে তিনি জানান। উপজেলা নির্বাহী অফিসার মোঃ হামিদুর রহমান বলেন, মেছোবাঘটি কিছুটা আঘাত প্রাপ্ত হয়েছে । প্রাণিসম্পদ কার্যালয় থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে । এটি কোথায় হস্তান্তর করা হবে এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি বলে তিনি জানান।
         আলোকিত  প্রতিদিন / ০৪ জুন ,২০২২/ মওম          

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here