শিবালয়ে ১৯টি ককটেলসহ খেলনা পিস্তল ও দেশীয় অস্ত্র উদ্ধার

0
1081

ইমরান নাজির:

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় পৃথক দু’স্থান থেকে পরিত্যাক্ত অবস্থায় ১৯টি ককটেলসহ দু’টি চাপাতি ও একটি খেলনা পিস্তল উদ্ধার করেছে শিবালয় থানা পুলিশ। ১২ জুন রবিবার সকালে উপজেলার উলাইল উইনিয়নের শিবরামপুর গ্রামের একটি পাটক্ষেত থেকে ৮টি ককটেল এবং পার্শ্ববর্তী খালেক চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন তালগাছের ঝোপ থেকে আরো ১১টি ককটেল উদ্ধার করা হয়। খবর পেয়ে মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খান ঘটনাস্থল পরির্দশন করেন। স্থানীয় আব্দুল রাজ্জাক ও পুলিশ সূত্রে জানা যায়, কৃষক আফজাল হোসেন আজ সকালে তার ক্ষেত পরিচর্যা করতে গিয়ে তিনি ক্ষেতের মধ্যে একটি পরিত্যক্ত কালো ব্যাগ দেখতে পায়। ব্যাগ খুলে তার মধ্যে লাল স্কচটেপে মোড়ানো অবস্থায় ৮টি বলের মতো দেখতে পান। পরে তিনি স্থানীয় ইউপি সদস্য আজাহারুল ইসলাম লালনের সহায়তায় শিবালয় থানা পুলিশকে অবগত করেন। পুলিশ বিয়টি নিশ্চিত হয়ে ঢাকার বোমা নিস্কৃয় দলকে খবর দেয়। উদ্ধারকৃত ককটেলগুলো ঢাকার বোমা নিস্কৃয় টিমের একটি ইউনিট বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে তা নিস্কৃয় করে। শিবালয় থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিন জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে পৃথক দু’টি ঘটনাস্থলে দুর্বৃত্তদের রেখে যাওয়ায় ব্যাগে ১১টি ও অপর জায়গায় ৮টি ককটেল পাওয়া যায়। এছাড়া ঘটনাস্থল থেকে একটি খেলনা পিস্তল ও দুটি চাপাতি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে- নাশকতার লক্ষ্যে দুর্বৃত্তরা ককটেলগুলো এখানে রেখেছিল। পরে ঢাকার বোমা নিস্কৃয় টিমির একটি ইউনিট খোলা মাঠে ককটেল গুলো ধ্বংষ করে। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে। জেলা পুলিশের উর্দ্বত্বণ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

আলোকিত প্রতিদিন / ১২ জুন ,২০২২/ মওম   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here