রাস্তা বন্ধ করাকে কেন্দ্র করে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে রওশনারা বেগম

0
261
প্রতিনিধি, দিনাজপুর:
দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ৭ নং মোস্তফাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দণ্ডপানি গ্রামের রওশনারা বেগম চলাচলের রাস্তা বন্ধ করতে বাধা দিলে প্রতিপক্ষের আঘাতে বেদম প্রহারে আহত হয়ে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। সাংবাদিকগণ ১২/০৬/২২ ইং তারিখে বিকাল পাঁচটায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল রওশন আরা বেগমের সাথে সাক্ষাৎ করতে গিয়ে দেখেন, হাসপাতালের বিছানায় সংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছেন রওশনারা বেগম। এরপর ১৩/৬/২২ ইং তারিখে সাংবাদিকগণ উক্ত ঘটনার সত্যতা উদঘাটন করতে দণ্ডপানি এলাকায় গেলে বেরিয়ে আসে আরও কঠিন সত্যতা। ওই এলাকার অনেকেই জানান, হাসিবুর একটি সরকারি ব্যাংকে ঢাকায় কর্মরত এবং তার ছোটভাই সাব্বির ঢাকায় পড়াশোনা করে ।হাসিবুর ব্যাংকে চাকরি করার সুবাদে সবসময় টাকার গরম দেখান এলাকাবাসীকে, আর তার ছোট ভাই সাব্বির ঢাকায় লেখাপড়া করার কারনে নিজেকে মস্ত বড় মাস্তান ভাবেন।  ১০/০৬/২২ ইং তারিখে বিকাল পাঁচটার সময় ঘটনার সূত্রপাত হলেও ওই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান জানান, ২০-২৫ দিন আগে এই রাস্তা বন্ধ করাকে কেন্দ্র করে গন্ডগোল হয়, সেটি সকলের সম্মতিক্রমে মীমাংসা করে দেই। চেয়ারম্যান সাহেব আরও জানান, হাসিবুর ও সাব্বির নিজেকে বিশাল কিছু মনে করেন। তারা এলাকার কাউকেই পাত্তা দেন না। এলাকাবাসী জানান, রওশনারা বেগম ও মাহবুর বাড়ির চলাচলের রাস্তা বন্ধ করতে বাধা দিলে বাক বিতন্ডার জেরে এক পর্যায়ে চাইনিজ কুড়াল দিয়ে কোমরের ডান দিকে মাহবুরকে আঘাত করেন হাসিবুর। এসময় মাহবুর মাটিতে লুটিয়ে পড়লে তার স্ত্রী রওশন আরা বেগম তাকে বাঁচাতে গেলে হাসিবুর ও সাব্বির রওশনারা বেগমকেও বেদম মারপিট করেন। এক পর্যায়ে মাহাবুরের অষ্টম শ্রেণী পড়ুয়া মেয়ে রুনালায়লা বাধা দিতে গেলে তাকেও বেদম প্রহার করেন সাব্বির ও হাসিবুর। এক পর্যায়ে হাসিবুর রুনা লায়লার জামা ও প্যান্ট ছিড়ে দিয়ে তাকে শ্লীলতাহানীর চেষ্টা করে, এ সময় রুনা লায়লা চিৎকারে এলাকাবাসী ঘটনাস্থলে উপস্থিত হলে হাসিবুর রুনা লায়লাকে ছেড়ে দিলে রব্বানী রুনা লায়লার গলা থেকে আট আনা স্বর্ণের প্রায় ৪০ হাজার টাকা মূল্যের চেনটি ছিনিয়ে নেয়। মাহবুরের পকেটে থাকা গরু বিক্রির ৬০ হাজার টাকা সুকৌশলে ছিনিয়ে নেয় বেলাল। এলাকাবাসী হাসিবুর ও সাব্বিরকে ধিক্কার দিয়ে বলেন, এরা এলাকার কলংকিত মানুষ। এদের মতো অপশিক্ষিত মানুষ দেশ ও দশের শত্রু, এদের দ্বারা ভালো কিছু আশা করা যায় না। সংশ্লিষ্ট প্রশাসনের নিকট এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন এলাকাবাসী।
আলোকিত প্রতিদিন / ১৪ জুন ,২০২২/ মওম

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here